জেনে রাখুনমানসিক স্বাস্থ্য

কর্মক্ষেত্রের পরিবেশ ভালো না হলে কর্মীর স্বাস্থ্যহানি ঘটে

নতুন এক গবেষণায় বলা হয়, যে সব কর্মক্ষেত্রে কাজের পরিবেশ ভালো নয় এবং মানসিক চাপ থাকে, সেখানকার কর্মীদের হৃদরোগের ঝুঁকি থাকে। ইউনিভার্সিটি অব গোথেনবার্গ এর এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে।

গবেষণায় বলা হয়, যারা ঝামেলাপূর্ণ অগোছালো পরিবেশে কাজ করেন, তারা ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ কারণে যোগ্যতা ও দক্ষতার পুরোটা কাজে লাগাতে পারেন না তারা।

যাদের হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই, এসব পরিবেশে কাজ করতে গিয়ে তাদের মাঝে উচ্চরক্তচাপ, করোনারি আর্টেরি ডিজিসসহ কোলেস্টরেলের মাত্রা বেড়ে যেতে পারে।

প্রধান গবেষক মিয়া সোডারবার্গ বলেন, অনেকেই চাকরি পরিবর্তনের মাধ্যমে কর্শপরিবেশের পার্থক্য বোঝেন এবং সুফল ভোগ করেন। নারী-পুরুষের মাঝে কর্মপরিবেশের প্রভাবের ভিন্নতা থাকতে পারে।

অফিসে একের সঙ্গে অন্যের যোগাযোগের পথ সহজ হলে, জ্ঞান ভাগাভাগি করে নেওয়ায় বাধা না থাকলে এবং আন্তরিক পরিবেশ বিরাজ করলে কর্মীরা সুখ বোধ করেন এবং তাদের কাজের মানও ভালো হয়।

Related Articles

Back to top button