রোগ ব্যাধিশিশুর স্বাস্থ্য

বাবা-মায়ের ধূমপানের কারণে সন্তানের অ্যাজমা হতে পারে

বাবার ধূমপানের অভ্যাস থাকলে শিশুদের মাঝে অ্যাজমা হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে। নতুন এক গবেষণায় এ তথ্যের প্রমাণ মিলেছে। ইউরোপিয়ান লাং অ্যাসোসিয়েশন এ গবেষণা পরিচালনা করে। নরওয়ের ইউনিভার্সিটি অব বার্গেন-এর ড. সিসিলি সিভানস বলেন, এই প্রথমবারের মতো শিশুর অ্যাজমা হওয়ার ওপর বাবা-মায়ের ধূমপানের প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ এই গবেষণা করা হয়।

ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি ইন্টারন্যাশনাল কংগ্রস (ইআরএস)-এ উত্থাপিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ১৩ হাজার নারী ও পুরুষের ওপর গবেষণা পরিচালনা করা হয়। এরা সবাই সন্তান জন্মের আগে বা পরে ধূমপান করতেন। দেখা গেছে, যারা সন্তান জন্মের আগেও ধূমপান ছেড়ে দিয়েছিলেন তাদের সন্তানেরও অ্যাজমা হয়েছে।

গবেষণায় আরো দেখা গেছে, যে সব পিতা সন্তানের ১৫ বছর বয়স পর্যন্ত ধূমপান করেছেন, সে সব সন্তানের নন-অ্যালার্জিক অ্যাজমার সম্ভাবনা ব্যাপক দেখা গেছে। এ ছাড়া নারীদের ধূমপানের অভ্যাস থাকলে গর্ভাবস্থাতেই সন্তানের অ্যাজমা হয়ে যেতে পারে।

ড. সিসিলি আরো বলেন, ধূমপান ছাড়াও বায়ুদূষণের ফলেও শিশুদের মাঝে অ্যাজমা হওয়ার সম্ভাবনা প্রবল থাকে।

Related Articles

Back to top button