দৈনিক খবর

নিউ ইয়র্কে শাকিবের সঙ্গে কাজী মারুফের কফি আড্ডা

সম্প্রতি শাকিব খান ফের নিউ ইয়র্ক গেছেন। সেখানে কেন গেলেন, কতদিন থাকবেন এসব না প্রশ্ন রেখেই সম্প্রতি উড়াল দেন মার্কিন মুলুকে। সেখানে সম্প্রতি কাজী মারুফের সঙ্গে এক কফি আড্ডডায় দেখা গেল কাজী মারুফকে। বলা যায় নিউ ইয়র্কে কাজী মারুফের একনিষ্ঠ বন্ধু শাকিব খান।

কাজী মারুফ যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন এ কথা চলচ্চিত্র সংশ্লিষ্ট ও ভক্তরা সকলেই জানেন। মূলত ঢাকাই ইন্ডাস্ট্রিতে ষড়যন্ত্রের শিকার হয়েই দেশ ছাড়তে হয়েছিল অভিনেতাকে। বাবা কাজী হায়াতই তাকে দেশ ছাড়তে বলেছিলেন, এমন মারুফ নিজেই জানিয়েছিলেন।

তবে এখন নিউ ইয়র্কে মাঝে মাঝেই সানিধ্য পাচ্ছেন ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা শাকিবের। শাকিব প্রথমবার যখন যুক্তরাষ্ট্রে গেলেন, সে সময় নয়মাস ছিলেন। ওই সময়টাতে নিউ ইয়র্কের বিভিন্ন বাঙালি পরিবারের আয়োজনে কিংবা অনুষ্ঠানগুলোতে শাকিবকে দেখা গেলে মারুফকেও দেখা যেত।

কাজী মারুফ নিজেই ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে দুজনকে কফি পান করতে দেখা যাচ্ছে। হাস্যোজ্জ্বল দুই মুখের ছবিতে মারুফের দেয়া ক্যাপশন ছিল ‘হট কফি অ্যান্ড উইথ রিয়েল সুপারস্টার শাকিব খান।’

এদিকে, শাকিব কবে দেশে ফিরবেন সে বিষয়ে কোথাও কোন তথ্য নেই, তিনি জানিয়েও যাননি।আকস্মিকভাবেই দেশ ত্যাগ করেছেন ঢাকাই ছবির এই অভিনেতা।

Related Articles

Back to top button