দৈনিক খবর

যত হাজারে বিক্রি হলো একটি বোয়াল

তিস্তা ব্যারেজের উজানে মাছটি ধরা পরার পর দোয়ানী সাধুর বাজারে নিয়ে আসা হয়। তারপর বিশাল এই মাছটি ২৯ হাজার টাকায় বিক্রি হয়। তিস্তা নদীতে এক জেলের বড়শিতে ধরা পরে ২০ কেজি ওজনের একটি বোয়াল।

২০ কেজি ওজনের মাছটি লালমনিরহাটের তিস্তা নদীতে জেলে সোলেমান আলীর বড়শিতে ধরা পড়ে। মাছটি ধরার পড়ার পর দোয়ানী সাধুর বাজারে নিয়ে আসা হয়। মাছটিকে দেখতে অনেক মানুষ ভীড় করেন।

জেলে সোলেমান আলী বলেন, বোয়াল মাছটি সাধুর বাজারে বিক্রি করতে নিয়ে এলে মাছটির দাম প্রতি কেজির ১৬০০ টাকা চাওয়া হয়। পরে নীলফামারীর এক মাছ ব্যবসায়ী প্রায় ২৯ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নিয়ে যান।

তিস্তা ব্যারাজ এলাকার জেলে কদম আলী বলেন, ভোর বেলায় কয়েকজন জেলে ব্যারাজের উজানে গিয়ে মাছটি ধরতে পারেন।

বাবু মিয়া বলেন, আগের তুলনায় এখন তিস্তার পানি খুবই কম। সোলেমানের ২০ কেজি ওজনের মাছটি নীলফামারীর এক ব্যবসায়ী প্রায় ২৯ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যায়। পানি কম থাকায় বড় মাছগুলো ধরা পড়ে।

Related Articles

Back to top button