খেলাধুলাদৈনিক খবর

রিংকুর ব্যাটিং ঝড়ে কলকাতার বিশাল জয়

এবার গুজরাট টাইটান্সকে হারাতে শেষ ওভারে কলকাতার প্রয়োজন ছিল ২৯ রান। জয়টা অসম্ভবই ছিল বলা চলে। তবে সেই অসম্ভবকে সম্ভব করেছেন রিংকু সিং। জয় নিশ্চিত ভেবেই ম্যাচের ইতি টানতে এসেছিলেন যশ দয়াল। প্রথম বলে এক রান দিয়ে রিংকুকে স্ট্রাইকে পাঠান উমেশ যাদব। বাকী কাজটা সম্পন্ন করলেন রিংকু। ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে নিশ্চিত করছেন আসরে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় জয়।

এদিকে গুজরাট টাইটান্সকে ৩ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ২০৪ রান করে গুজরাট টাইটান্স। জবাবে ব্যাটে নেমে রশিদ খানের হ্যাটট্রিকের পর ম্যাচ থেকে ছিটকে পড়েছিল কলকাতা। এরপর রিংকু সিংয়ের ২১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ৩ উইকেটে জয় নিশ্চিত করে নিতিশ রানার দল।

আজ আহমেদাবাদে প্রথমে ব্যাটে নেমে গুজরাটের শুরুটা ভালো হলেও দীর্ঘায়িত হয়নি তা। ৩৩ রানে ফেরেন ওপেনার ঋদ্ধিমান শাহা। ১৭ বলে ১৭ রান করে আউট হন তিনি। দ্বিতীয় উইকেট হারাতে হয় ১০০ রানে। ৩১ বলে ৩৯ রান করে সুনিল নারিনের শিকার হন শুভমন গিল। ১১৮ রানে ফেরেন তৃতীয় ব্যাটার অভিনব মনোহর। ৮ বলে ১৪ রান করেন তিনি।

১৫৩ রানে চতুর্থ উইকেট হারায় গুজরাট। ১৭.৩ ওভারে ৮ বলে ১৪ রান করে ফেরেন তিনি। এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে বিজয় শঙ্করের ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভার শেষে ২০৪ রান সংগ্রহ করে গুজরাট। ২৪ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন বিজয়। কলকাতার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন সুনিল নারিন। সুয়াশ শর্মা নেন একটি উইকেট।

জবাবে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। ২০ রানে হারাতে হয় প্রথম উইকেট। ১২ বলে ১৫ রান করে আউট হন রহমানুল্লাহ গুরবাজ। ২৮ রানে হারাতে হয় দ্বিতীয় ব্যাটারকে। ৮ বলে ৬ রান করে ফেরেন নারায়ণ। তৃতীয় উইকেট জুটিতে ১০০ রান যোগ করেন নিতিশ রানা ও ভেঙ্কেটশ আয়ার। ১২৮ রানে আউট হন অধিনায়ক নিতিশ রানা।

২৯ বলে ৪৫ রান করেন তিনি। ১৫৪ রানে চতুর্থ উইকেট হারায় কলকাতা। ৪০ বলে ৮৩ রান করে আউট হন ভেঙ্কেটশ আয়ার। ৪০ বলে ৮৩ রান করেন তিনি। আয়ার ফেরার পরেই ম্যাচ থেকে ছিটকে যায় কলকাতা নাইট রাইডার্স। পরের ওভারেই হ্যাটট্রিক করেন রাশিদ খান। ফেরান আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও শার্দুল ঠাকুরকে।

সে সময় কলকাতার ত্রাতা হয়ে আবির্ভূত হন রিংকু সিং। শেষ ওভারে ৫ বলে ৫ ছক্কায় দলকে পৌঁছান জয়ের নোঙরে। ২১ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন রিংকু। গুজরাটের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রশিদ খান। দুটি উইকেট নেন আলজারি জোসেফ। একটি করে উইকেট নেন মোহাম্মেদ শামি ও জস লিটল।

Related Articles

Back to top button