দৈনিক খবর

মেসিকে ছাড়াই মাঠে নামছে পিএসজি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জিতে লম্বা সময়ের জন্য ছুটিতে থাকার কারণে পিএসজির হয়ে বেশ কয়েকটা ম্যাচ মিসও করেন মেসি। তবে ছুটি শেষে প্যারিসে ফিরে খেলেছেন ম্যাচ, পেয়েছেন গোলের দেখাও। সবশেষ সৌদি আরবে মেসি চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াদ অলস্টার্স একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এই ম্যাচের প্রথম জালের দেখাও পান তিনিই। কিন্তু ছন্দে থাকার মধ্যেই আবারও মাঠের বাইরে চলে গেলেন লিওনেল মেসি।

এদিকে সোমবার (২৩ জানুয়ারি) মেসিকে ছাড়াই মাঠে নামছে পিএসজি। ফ্রেঞ্চ কাপের ম্যাচে পায়েস দ্য কাসেলের বিপক্ষে মাঠে নামবেন নেইমার-এমবাপ্পেরা। সেই ম্যাচের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে পিএসজি। যেখানে রাখা হয়নি মেসিকে। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে ছাড়া দল ঘোষণা করায় ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে। তবে কি আবারও ইনজুরিতে পড়লেন মেসি?

যদিও রিয়াদ অল-স্টারের বিপক্ষে প্রীতি ম্যাচে সেরকম কোনো ইনজুরিতে পড়তে দেখা যায়নি তাকে। ধারণা করা হচ্ছে, পায়েস দ্য কাসেলের বিপক্ষে মেসিকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি ছাড়া ২২ সদস্যের দলে রাখা হয়নি দলটির নিয়মিত গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকেও।

Related Articles

Back to top button