দৈনিক খবর

হাথুরাসিংহের কাছে হয়তো জাদুর কাঠি আছে: সালাউদ্দিন

ফের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন পাঁচ বছর আগে বিদায় নেওয়া টাইগারদের প্রধান কোচ চন্দিকা হাথুরাসিংহেকে। একপ্রকার তার সব দাবি মেনে নিয়েই তাকে আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার দায়িত্ব দেওয়া নিও হয়েছে নানা বিতর্ক। চলতি মাসের ২০ তারিখেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিচ্ছেন তিনি।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে তার নতুন যাত্রা। হাথুরাসিংহেকে আবারো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব দেওয়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সবেক ক্রিকেটার থেকে শুরু করে অনেকেই তাকে নিয়ে করছেন নানা মন্তব্য। দেশের খ্যাতিমান কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, হাথুরার হাতে হয়তো জাদুর কাঠি আছে! তাই চলে যাওয়ার পরও জোর করে আনা হচ্ছে শ্রীলঙ্কান এই কোচকে!

আজ শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ সালাউদ্দিন বলেন, “আমার মনে হয় যেভাবে আমরা হাথুরুসিংহেকে নিয়ে আসছি, নিশ্চয়ই তার কাছে জাদুর কাঠি আছে”।

তিনি আরও বলেন, “তা না হলে, কেউ একজন চলে গেছে, তাকে আমরা জোর করে নিয়ে আসছি, তার কাছে হয়তো জাদুর কাঠির মতো কিছু একটা আছে। যারা তাকে নিয়ে আসছে তারা হয়তো বলতে পারবেন। তবে আমি কিছু জানি না। নিশ্চয়ই সবাই আশা করে সে এলে ভালো ফলাফল হবে”।

Related Articles

Back to top button