opinionদৈনিক খবর

মামুনুর রশীদ রুচি নিয়ে কথা বলেন,ওনার রুচি নিয়ে একটু কথা বলি,গলা পর্যন্ত গিলে কি করতেন সোনারগাঁ হোটেলে:সুপ্রীতি

বাংলাদেশের অভিনয় জগতের এক সময়ের শক্তিমান জনপ্রিয় এক অভিনেতার নাম হলো মামুনুর রশীদ। একটা সময়ে অভিনয় জগতে তিনি নিয়মিত থাকলেও বয়সের ভারে এখন নুয়ে গেছেন অনেকটাই। তবে সম্প্রতি সময়ে সারা দেশে এই তিনিই একটি বিষয় নিয়ে সৃষ্টি করেছেন ব্যাপক আলোচনার। এ নিয়ে এবার একটি বিশেষ লেখনী লিখেছেন সুপ্রীতি ধর। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

মামুনুর রশীদ রুচির দীনতা নিয়ে কথা বলেন? ঊনার রুচিবোধ নিয়ে কে কথা বলবে তাহলে? সোনারগাঁ হোটেলে এক পার্টিতে যখন গলা পর্যন্ত মদ খেয়ে সবার গায়ের ওপর পড়েন, মেয়েদের ধরতে আসেন, তখন তার রুচি কোথায় ছিল?

তারা তো ইজারা নিয়েছিলেন সাংস্কৃতিক আন্দোলনের, কী হলো সেসবের? সম্মিলিত সাংস্কৃতিক জোট নামে একটা গোষ্ঠী আছে, দীর্ঘদিন ধরেই তাদের আমরা আঞ্জুমানে মফিদুল বলে ডাকি। কারণ তাদের কাজ ওই লাশ বহনের মধ্যেই সীমিত। তারা আবার একেকজন কর্ণধার সংস্কৃতির!

বহু আগেই চলচ্চিত্রে, চলচ্চিত্রের গানে অশ্লীলতা চলে আসছে, কই, সেসব নিয়ে কথা বলতে তো শুনি না!

এদের তেলা মাথায় তেল দেয়ার মানুষেরও অভাব নেই। যাচ্ছেতাই সব।

প্রসঙ্গত, বাংলাদেশের বর্তমান সময়ের একটি জনপ্রিয় নাম হয়ে দাঁড়িয়েছেন বগুড়ার ছেলে হিরো আলম। তাকে নিয়ে সম্প্রতি মামুনুর রশিদ বলেছেন দেশের রুচির দূর্বিক্ষের কারণেই জন্ম হয়েছে হিরো আলমের। আর এই নিয়েই এখন সারা দেশে চলছে যত সমালোচনা।

Related Articles

Back to top button