দৈনিক খবর

খেলতে খেলতে হার্ট অ্যাটাক করে ক্রিকেটারের মৃত্যু

বিশ্ব ক্রিকেট মাঠে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। তবে এবার মাঠে খেলা চলাকালীন সময় মৃত্যু হয়েছে এক ক্রিকেটারের। ভারতের আমেদাবাদে একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বসন্ত রাঠোড় নামের এক ক্রিকেটারের। ৩৪ বয়সি ওই ক্রিকেটার বল করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

জানা গেছে, ভারতের গুজরাটের পণ্য পরিষেবা কর (জিএসটি) দপ্তরের কর্মী বসন্তের ক্রিকেটই ছিল প্রাণ। সেই ক্রিকেট খেলতে খেলতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। আহমেদাবাদের একটি ডেন্টাল কলেজের মাঠে স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচ খেলছিলেন বসন্ত। অলরাউন্ডার বসন্ত বল করার সময় প্রথমে অস্বস্তি অনুভব করেন। এরপর বুকে ব্যথা শুরু হয় তার। সতীর্থ এবং আয়োজকরা প্রথমে তাকে ডেন্টাল কলেজে নিয়ে যান। বসন্তের শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে থাকায় পরে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সোলা সিভিল হাসপাতালে। চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি ওই অলরাউন্ডারকে। হাসপাতালেই মৃত্যু হয় বসন্তের।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় মৃত্যু হয়েছে তার। দেশটির বস্ত্রপুরের বাসিন্দা বসন্তের স্ত্রীও রয়েছেন। বসন্ত আগে থেকে অসুস্থ ছিলেন না বলে জানিয়েছেন তার সতীর্থরা। গুজরাটের পণ্য পরিষেবা কর দফতরের এক কর্মকর্তা বলেন, আমাদের দল ফিল্ডিং করছিল। বসন্ত বেশ চনমনে ছিল প্রথম থেকেই। হঠাৎই বুকে ব্যথা অনুভব করে এবং মৃত্যু হয়। ওর সতীর্থরা চেষ্টা করেও কিছু করতে পারেননি।

Related Articles

Back to top button