দৈনিক খবর

একটু একটু করে জীবনের অপূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ হচ্ছে : দীঘি

ছোট বেলায় একটি বিজ্ঞাপনে মডেল হয়ে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শিশুশিল্পী হিসেবে তার খ্যাতি ছিল আকাশচুম্বী। সেই ছোট্ট দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েবসিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

লাইমলাইটে থাকলেও দীঘি মনে করেন, তার রঙিন ইচ্ছেগুলো পুরোপুরি পূর্ণতা পায়নি। তবে দিনে দিনে সেই অপূর্ণতাগুলোতে একটু একটু করে রঙের ছোঁয়া পাচ্ছে। সম্প্রতি ‘শ্রাবণ জোছনা’ নামে একটি অনুদানের সিনেমার শুটিং শেষ করেছেন দীঘি। এবারই প্রথম অনুদানের সিনেমায় দেখা যাবে তাকে। ফলে অনুদানের সিনেমায় কাজের অপূর্ণতা পূর্ণ হলো নায়িকার।

এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘জীবনে যে জিনিসগুলোর অপূর্ণতা ছিল, সেসব একটু একটু করে পূর্ণতা পাচ্ছে।’ ‘শ্রাবণ জোছনা’ সিনেমায় কাজের অভিজ্ঞতা জানিয়ে নায়িকার ভাষ্য, ‘অনেকগুলো লোকেশনে শুটিং হয়েছে। ফরিদপুরে শুটিং করার সময় তাপমাত্রা ৮-৯ ডিগ্রিতে নেমে যেত। এত ঠান্ডায় যেন আমি অসুস্থ না হয়ে পড়ি, সেদিকে ইউনিটের সবাই খেয়াল রেখেছে। এটা খুব সুখকর একটা বিষয়।’

প্রসঙ্গত, খুব শিগগিরই ওয়েব সিরিজ ‘ফেরা’র কাজ শুরু করবেন দীঘি। সুমন ধরের পরিচালনায় এতে তার সঙ্গে পর্দা শেয়ার করবেন ইয়াশ রোহান।

Related Articles

Back to top button