দৈনিক খবর

দুর্নীতি বন্ধ করা গেলে অনেক কিছুর পরিবর্তন হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দুর্নীতি যদি বন্ধ করা যায় তাহলে অনেক কিছুর পরিবর্তন হবে। এই মুহূর্তে দায়বদ্ধতা ও তদারকি সবচেয়ে বেশি দরকার। উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও স্বাস্থ্যবীমা চালু করতে হবে। এ সেবায় সরকারের কী পরিমাণ ব্যয় হয় সেটিও সামনে আসা উচিত।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের ষষ্ঠ রাউন্ডের চূড়ান্ত ফল অবহিতকরণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় মানুষের খরচ অনেক বেশি। খরচ কমাতে হলে বেসরকারি হাসপাতালের খরচ নিয়ন্ত্রণ করতে হবে।

স্বাস্থ্যখাতে অনেক লজিস্টিক লাগে এবং প্রচার-প্রচারণার দরকার হয় জানিয়ে তিনি বলেন, নতুন নতুন অবকাঠামো তৈরি হয়, সেখানেও খরচ হয়। মহামারি এলে বাড়তি ব্যয় হয়। যেমনটা ভ্যাকসিনেশনে হয়েছে।

জাহিদ মালেক বলেন, বিভিন্ন জায়গায় হাসপাতালের যন্ত্রপাতিসহ অনেক কিছু নষ্ট হয়ে যায়। ফলে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করাতে হয় বেসরকারি হাসপাতালে গিয়ে। এতে করে চিকিৎসা ব্যয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এজন্য তদারকি ও জবাবদিহিতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, আশার কথা হলো, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যখাতে সরকারের ব্যয় বাড়ছে। অনেক সময় বরাদ্দ অর্থ ও অন্য লজিস্টিক সাপোর্ট ঠিকঠাক ব্যবহার হয় না। স্বাস্থ্যখাতে এসব ঘাটতি থাকলে দেশ এগোতে পারবে না।

Related Articles

Back to top button