দৈনিক খবর

কাঁটা ঘায়ে নুনের ছিটা: রোনালদোর সামনে ‘মেসি মেসি’ ধ্বনীতে উত্তাল স্টেডিয়াম

এবার সৌদি সুপার কাপের ম্যাচের সেমি-ফাইনালে আল-ইত্তিহাদের কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরে বিদায় নিয়েছে রোনালদোর দল আল-নাসের। সিআর সেভেন নিজেও আলো ছড়াতে পারেননি। কাঁটা ঘায়ে নুনের ছিটা হিসেবে যোগ হয়েছে প্রতিপক্ষ সমর্থকদের অনর্গল ‘মেসি, মেসি’ ধ্বনি। আল-ইত্তিফাকের কাছে হেরে বিদায় নিয়েছেন রোনালদোরা।

এদিকে সৌদি আরবেও যেয়েও যেন শান্তি নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে গিয়েও নিজের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বীর নাম শুনতে হচ্ছে তাকে। সৌদি সুপার কাপের ম্যাচের আগে প্রতিপক্ষ আল-ইত্তিহাদের সমর্থকরা লিওনেল মেসির নামে জয়ধ্বনি দেন রোনালদোর সামনে। সৌদি সুপার কাপের ম্যাচের সেমি-ফাইনালে আল-ইত্তিহাদের কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরে বিদায় নিয়েছে রোনালদোর দল আল-নাসের।

সিআর সেভেন নিজেও আলো ছড়াতে পারেননি। কাঁটা ঘায়ে নুনের ছিটা হিসেবে যোগ হয়েছে প্রতিপক্ষ সমর্থকদের অনর্গল ‘মেসি, মেসি’ ধ্বনি। সৌদি সুপার কাপের সেমি-ফাইনালের এই ম্যাচটি ছিল কিং ফাহাদ স্টেডিয়ামে। এই মাঠেই কদিন আগে লিওনেল মেসির পিএসজির বিপক্ষে খেলেছেন রোনালদো। একই জায়গায় আল-নাসেরের হয়ে খেলতে এসে বিদ্রূপের স্বীকার হয়েছে পর্তুগিজ তারকা।

এদিকে সৌদি আরবের ফুটবলে যোগ দেওয়ার পর থেকে রাজার মতো অভ্যর্থনা পেয়ে আসছেন রোনালদো। কিন্তু সেটি যে সব জায়গায় পাবেন না, তা যেন বুঝে গিয়েছেন সিআর সেভেন। ঠিক যেমনভাবে ইত্তিফাকের সমর্থরা মেসির নামে ধ্বনি দিতে থাকেন পুরো ম্যাচজুড়েই। রোনালদোর হতাশা আরো বেড়েছে দল ৩-১ গোলে হেরে বিদায় নেওয়ায়। এই ম্যাচ জিতলেই ফাইনালে উঠতো আল-নাসের।

Related Articles

Back to top button