দৈনিক খবর

টানা ৭ ওয়ানডে সিরিজ জয়ের পর হারের স্বাদ পেল বাংলাদেশ

এবার সিরিজ জয়ের রেকর্ড ধরে রাখতে পারলো না বাংলাদেশ। ২০১৬ সালে এই ইংল্যান্ডের কাছে ২-১ এ সিরিজ হারে বাংলাদেশ। তারপরই ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে দুর্গ গড়ে তুলে বাংলাদেশে। টানা সাত ওয়ানডে সিরিজ জয় করা বাংলাদেশকে এবারো সিরিজ হারের স্বাদ দিলো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

এবার সিরিজ শুরুর আগে ইংলিশ অলরাউন্ডার মঈন আলি বলেছিলেন, ঘরের মাঠে বাংলাদেশের রেকর্ড নিয়ে উদ্বেগ নেই ইংল্যান্ডের। ওয়ানডেতে দলটির সাম্প্রতিক ফর্ম পক্ষে না থাকলেও মইন মনে করিয়ে দিয়েছিলেন এই ফরম্যাটের বিশ্বকাপ জয়ী তারাই। প্রথম দুই ওয়ানডে জিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ জাহির করলো ইংল্যান্ড। প্রথম ওয়ানডেতে তিন উইকেটে পরাজয়ের পর এবার বাংলাদেশ হারলো ১৩২ রানের বিশাল ব্যবধানে।

এদিকে মিরপুর শেরে বাংলায় দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডের উদ্বোধনী জুটিতে আসে ২৫ রান। ইনিংসের ৭ম ওভারে প্রথম ব্রেক থ্রু দেন তাসকিন আহমেদ। ১৫ বলে ৭ রান করা সল্টকে গালি দাঁড়ানো শান্তর দুর্দান্ত ক্যাচে পরিণত করেন। এরপর ডেভিড মালানকে নিয়ে ৫৮ রানের জুটি রয়ের।

আগের ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দল জেতানো মালান অবশ্য আজ ১১ রানের বেশি করতে পারেননি। ৪ নম্বরে নেমে ব্যর্থ হন জেমস ভিন্সও (৫)। ৩ উইকেটে ৯৬ রানে পরিণত হয় ইংলিশরা। ততক্ষণে অবশ্য ফিফটি তুলে নেন রয়, ছুটছিলেন সেঞ্চুরির দিকে। সঙ্গী হিসেবে পান অধিনায়ক জস বাটলারকে।

৩০তম ওভারে মিরাজকে ছক্কা মেরে ৯৬ রানে পৌঁছান এই রয়। মুস্তাফিজের করা ৩১তম ওভারের পঞ্চম বলে ডিপ স্কয়ার লেগে ঠেলে নেন সিঙ্গেল। আর তাতে পূর্ণ হয় ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। যে পথে খেলেন ১০৪ বল, হাঁকান ১২ চার ১ ছক্কা। সেঞ্চুরির পর ছিলেন আরও আক্রমণাত্মক। সাকিবের করা ৩৪তম ওভারে হাঁকান দুই চার, পরের ওভারে তাসকিনকে তিনটি।

তবে ফিরেছেন সাকিবের করা ইনিংসের ৩৬তম ওভারে। আউট হওয়ার আগে তার নামের পাশে ১২৪ বলে ১৮ চার ১ ছক্কায় ১৩২ রান। ভাঙে বাটলারের সাথে ১০৯ রানের জুটি। ৩ রানের ব্যবধানে তাসকিন ফেরান নতুন ব্যাটার উইল জ্যাকসকে। ৫ উইকেটে ৪০ ওভার শেষে ৫ উইকেটে ২১৯ ইংল্যান্ডের স্কোরবোর্ডে।

৪১তম ওভারে সাকিবকে ৪ মেরে ৫০ বলে ফিফটি ছুঁয়েছেন বাটলার। ৪৪তম ওভারে মিরাজকে হাঁকান টানা দুই ছক্কা। অবশ্য পরের বলেই মিরাজের দুর্দনাত ফিরতি ক্যাচে আউট হন। ৬৪ বলে ৫ চার ২ ছক্কায় ৭৬ রান ইংলিশ দলপতির। বাটলার ফিরলেও শেষদিকে মঈন আলি খেলেছেন ৩৪ বলে ৪২ রানের ক্যামিও।

Related Articles

Back to top button