দৈনিক খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজার গুরু আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৩০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা শাখা। আটক ব্যক্তির নাম মনসুর খান (৮৭)। সময় তার কাছে ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা। আটক মনসুর খানের বাড়ি ময়মনসিংহ জেলার নেত্রকোনা উপজেলার দূর্গাপুরে।

এদিকে মনসুর খান গাঁজা থাকার কথা স্বীকার করে বলেন, আমি কলমা থেকে গাঁজা আনছি। তবে বিক্রির উদ্দেশ্য না, আমি নিজে সেবনের জন্য। আমি অসুস্থ থাকি, গাঁজা না খাইলে সুস্থ হই না। নিজের অসুস্থতার জন্য আমি গাঁজা খাই।

নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, আমরা প্রথমে ছবি চত্বর এলাকায় তাকে শনাক্ত করি। এরপর জিজ্ঞেস করলে প্রথমে অল্প পরিমাণে গাঁজা সঙ্গে থাকার কথা তিনি স্বীকার করেন। এ সময় তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে হঠাৎ করে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে লাইব্রেরির সামনে থেকে তাকে আটক করলে তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, আটককৃত মনসুরের বয়স বেশি হওয়ায় পুলিশও তাকে নিতে চায়নি। তাই পুলিশের উপস্থিতিতে জব্দকৃত মাদক পোড়ানো হয়। পরে তিনি ক্যাম্পাসের আশেপাশে অবস্থান করবেন না শর্তে ছেড়ে দেওয়া হয়। তবে তিনি গাঁজা গুরু নামে পরিচিত।

এর আগে গত বছরের ১ ফেব্রুয়ারি একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শান্তি নিকেতন এলাকা থেকে তাকে পাকড়াও করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যার দরুণ এক সপ্তাহ জেল খেটে ছাড়া পান বলে গণমাধ্যমকে জানান মনসুর খান।

Related Articles

Back to top button