দৈনিক খবর

কলকাতা নাইট রাইডার্সে খেলা নিয়ে নিজের মতামত জানালেন লিটন দাস

তার কাছে ব্যাটিংয়ের অঙ্ক জলের মতো সরল। ‘বল দ্যাখো, আর মারো’। এই ছকেই বাইশ গজের যুদ্ধে বিপক্ষের ঘুম কেড়ে নেন লিটন দাস। টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তার ২৭ বলে ৬০ রানের ইনিংস দেখে কেঁপে গিয়েছিল আসমুদ্র হিমাচল।

ঘরের মাঠে বাংলাদেশের এই অধিনায়কের কাছেই একদিনের সিরিজ হেরেছে তারকাখচিত টিম ইন্ডিয়া। তবে এখন লিটন শুধু বাংলাদেশের নন, তাকে নিয়ে এবার থেকে কলকাতাও গর্ব করবে। কারণ, তিনি যে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন ‘নাইট’।

কোচির মিনি আইপিএল নিলাম থেকে তাকে ৫০ লাখ টাকায় নিয়েছে শাহরুখ খানের দল। এখন লিটন এখন থাইল্যান্ডে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত। সেখান থেকে আইপিএলে নিয়ে নিজের মতামত জানিয়েছেন লিটন। তিনি আইপিএলে সুযোগ পাওয়াকে কীভাবে দেখছেন?

লিটন বলেন, অবশ্যই দারুণ অনুভূতি। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স আমাকে সুযোগ দিয়েছে বলে আরও ভালো লাগছে। অনেক ছোটবেলা থেকে কলকাতায় এসেছি। ইডেন গার্ডেন্সে ও ময়দানের একাধিক মাঠে একাধিক বয়স ভিত্তিক ম্যাচ খেলেছি।

ময়দান মার্কেটের অনেক দোকানের মালিক আমাকে চেনে। কারণ কলকাতায় গেলেই সেখান থেকে ক্রিকেট ব্যাট, কিট কেনা চাই। আমার কাছে কলকাতা ‘সেকেন্ড হোম’। ভাষা, সংস্কৃতি, খাওয়া-দাওয়া সব এক। তাই মিশে যেতে সুবিধা হয়।

আইপিএলে ওপেন করার সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারবেন? জবাবে লিটন বলেন, ক্রিকেট তো এক বলের খেলা। থাইল্যান্ড থেকে তো বসে বলতে পারি না যে প্রতি ম্যাচেই রান করব। তবে আমি এতটা বলতে পারি, আমার পারফরম্যান্স দেখে টিম ম্যানেজমেন্ট নিরাশ হবে না। ওদের আমাকে নিয়ে নিশ্চয়ই বিশেষ কিছু পরিকল্পনা আছে। তাই আমাকে নিয়েছে। বাকিটা এবার সময় বলবে। সূত্র: জিনিউজ

Related Articles

Back to top button