দৈনিক খবর

‘স্বপ্ন দেখতে আর পরিশ্রম করতে তো টাকা লাগে না’

ঢাকাই ছবির আলোচিত নায়ক আরিফিন শুভ জানালেন সিনেমা করতে গিয়ে তার একের পর এক ইনজুর হয়েছেন। অগ্নি ছবি করার পর আরিফিন শুভর বাহুতে সার্জারি করতে হয়, আর ‘মুসাফির’ ছবির করার সময় হয়েছে হাটুতে ইনজুর। আর আসছে ১৩ জানুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্ল্যাকওয়ার’ ছবির শুটিংয়ে ব্যাথা পেয়েছেন পায়ে।

আগামী ১৩ জানুয়ারি যে ‘ব্ল্যাকওয়ার’ ছবিটি মুক্তি পাচ্ছে তা মূলত এর আগে মুক্তি পাওয়া ‘মিশন এক্সট্রিমের’ দ্বিতীয় পার্ট। এই ছবিতে অভিনয় করতে গিয়ে ঢাকাই ছবির এই প্রথম কোনো নায়ক সিক্সপ্যাক বডি বানিয়েছেন।

অভিনেতা শুভ বলেন, ‘এই সিনেমা জন্য আমি যতটা শারীরিক এবং মানসিক শ্রম দিয়েছি সেটা আমার দৃষ্টিতে সর্বোচ্চ। এই সিনেমার জন্য পায়ের ইনজুরি আমি এখনো বয়ে বেড়াচ্ছি, যতদিন বাঁচবো ততদিন সেটা বইতে হবে। আমি দর্শকদের বলব, এতদিন বাইরের দেশের ছবির জন্য এমন পরিশ্রম দেখেছেন এবার মেইড ইন বাংলাদেশের পরিশ্রমটা দেখুন। আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু চেষ্টা আর পরিশ্রম করতে তো টাকা লাগে না। তাই এটা করতে পেরেছি।’

‘ব্ল্যাকওয়ার’ যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। এতেগুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান সওদাগর প্রমুখ।

Related Articles

Back to top button