দৈনিক খবর

আরব আমিরাতে গোল্ডেন ভিসার মেয়াদ করা হলো ১০ বছর

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সব ধরনের গোল্ডেন ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। পাঁচ বছর থেকে ভিসার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। খবর: আরব নিউজ।

গত সোমবার এক ঘোষণায় দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। আবুধাবির রেসিডেন্স অফিসের অপারেশন্স বিভাগের পরিচালক মার্ক দর্জি বলেছেন, এখন থেকে গোল্ডেন ভিসার মেয়াদ ১০ বছর। বিজ্ঞান-গবেষক, চিকিৎসক, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও আবিষ্কারকদের মতো পেশাদার লোকেরা এ সুযোগ পাবেন।

মার্ক দর্জি আরও জানান, গোল্ডেন ভিসাধারীরা তাদের স্ত্রী-স্বামী, শিশু ও বাবা-মায়ের স্পন্সর হতে পারবেন। বিত্তবান বিদেশীদের আকৃষ্ট করতে ২০১৯ সালে গোল্ডেন ভিসা চালু করে ইউএই। ওই সময় থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত এক লাখের বেশি এ ভিসা ইস্যু করেছে দেশটির সরকার।

ইউএই সরকার দীর্ঘ মেয়াদে বসবাসের সুযোগ দিতে গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম চালু করেছে। শিল্প, গবেষণা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসায়িক খাত ত্বরান্বিত করতে আবুধাবি প্রশাসন গোল্ডেন ভিসার ওপর জোর দিয়েছে। এর আওতায় গোল্ডেন ভিসাধারীরা কোনো রকম জিম্মাদার (গ্রান্টার) ছাড়া দেশটিতে বসবাস করতে পারবেন।

ইউএই ভিসা মানে শুধু প্রবেশাধিকার নয়, বরং কাজের সুব্যবস্থা ও পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাসের সুবিধা। এর আগে ২০২২ সালের ৩ অক্টোবর ইউএই গোল্ডেন ভিসার ক্যাটেগরি বাড়িয়েছিল।

তখন নতুন প্রকল্পে পর্যটক, ব্যবসায়িক ভ্রমণকারী, চাকরিপ্রার্থী, বন্ধুবান্ধব ও দেশে প্রবেশ করতে ইচ্ছুক ইউএইর বাসিন্দাদের আত্মীয়দের থাকার জন্য অতিরিক্ত প্রবেশের অনুমতি যুক্ত করা হয়।

গত বছর জানানো হয়, ইউএই’র বৈধ কর্মসংস্থান চুক্তি থাকার পাশাপাশি মানবসম্পদ ও আমিরাতের শ্রেণিবিভাগ অনুযায়ী আবেদনকারী ব্যক্তি প্রথম বা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হলে এবং তার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি বা তার সমতুল্য হলে তিনি গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া তার মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার আমিরাতি দিরহাম হতে হবে। সরকারি মাধ্যমে যোগ্য আবেদনকারীরা জিডিআরএফএ-দুবাই স্মার্ট অ্যাপ্লিকেশন ও এএমইআর সেন্টারের মাধ্যমে গোল্ডেন ভিসা পেতে আবেদন করতে পারবেন। পাশাপাশি নতুনভাবে ইউএই গ্রিন ভিসা চালু হচ্ছে।

Related Articles

Back to top button