দৈনিক খবর

শুটিংয়ে গিয়ে অসুস্থ চিত্রনায়িকা ববি

বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে ‘মেঘনা কন্যা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় কাজ ফেলে ঢাকায় ফিরতে হয়েছে তাকে। এ খবর সংবাদমাধ্যমকে ববি নিজেই নিশ্চিত করেছেন।

১৬ জানুয়ারি শুটিং শুরু হয়েছিল ছবিটির। কিন্তু হঠাৎ বুকে ব্যথা, কাশি, মাথাব্য’থা শুরু হয় ববির। অবস্থা বেগতিক দেখে বরিশাল শহরে এসে চিকিৎসকের দ্বারস্থ হন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখান থেকে ঢাকায় ফেরেন এ নায়িকা। এরপর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ববি বলেন, ‘জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দিলে শুটিং বাদ দিয়ে আমি বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখাই। চিকিৎসক পরামর্শ দেন, ধুলাবালি বা বাতাসে একদমই থাকা যাবে না। ঢাকায় ফেরার পরামর্শ দেন ওই চিকিৎসক। পরিচালকের সঙ্গে কথা বলে ২১ জানুয়ারি ঢাকা চলে আসি। এসেই হাসপাতালে গিয়ে পরীক্ষা–নিরীক্ষা করার পর নিউমোনিয়া ধরা পড়ে। এরপর থেকেই বিশ্রামে আছি। মাঝে মাঝে নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে।’

ববি জানান, নিউমোনিয়া শারীরিকভাবে দুর্বল করে দিয়েছে তাকে। ঠিকমতো খেতে সমস্যা হচ্ছে। মাঝে মাঝেই নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে। আপাতত চিকিৎসক দশদিন বিশ্রামে থাকতে বলেছেন ববিকে।

প্রসঙ্গত, গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্পে নির্মিত হচ্ছে ‘মেঘনা কন্যা’ ছবিটি। এটি পরিচালনা করছেন ফুয়াদ চৌধুরী। প্রযোজনা করছেন কাজী সাইফুল ইসলাম। ছবির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক।

গত ১১ জানুয়ারি ঢাকার গুলশান ক্লাবে ‘মেঘনা কন্যা’র মহরত অনুষ্ঠিত হয়। এখানে ববি অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে। বিভিন্ন চরিত্রে আরও আছেন সাজ্জাদ হোসাইন, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবাসহ অনেকে। এটি ববির দ্বিতীয় নারীপ্রধান ছবি। এর আগে ‘বিজলী’তে তিনি নারীপ্রধান চরিত্রে কাজ করেন।

Related Articles

Back to top button