খেলাধুলাদৈনিক খবর

রোনালদোর রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ গোলদাতা মেসি

এবার পিএসজি জার্সিতে টানা দুই হারের পর সমর্থকদের দুয়োধ্বনি শুনেছিলেন লিওনেল মেসি। এক সপ্তাহের মাথায় আবারও জয়ের নায়ক তিনি, গোল করলেন, সতীর্থকে দিয়েও করালেন। আলো ছড়ানোর ম্যাচে নতুন মাইলফলকেও পোঁছেছেন ৩৫ বর্ষী আর্জেন্টাইন। শনিবার রাতে নিসের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে পিএসজি। প্রথমার্ধে মেসির পর দ্বিতীয়ার্ধে সার্জিও রামোসের গোলে স্বস্তির জয় পায় ফরাসি চ্যাম্পিয়নরা।

এদিকে জয়ের রাতে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে এক জায়গায় ছাড়িয়ে গেছেন মেসি। ইউরোপের শীর্ষ লিগে সমান ৭০১ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন দুই মহাতারকাই। ৭০২তম গোলটি করে রোনালদোকে পেছনে ফেলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক এখন বিশ্বকাপজয়ী মেসি।

বার্সেলোনার হয়ে ২০০৫ সালে অভিষেক মেসির। কাতালানদের জার্সিতে ৬৭২ ও পিএসজির হয়ে ৩০টি গোল করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। ১৮ বছরের ক্যারিয়ারে ৮৪১ ম্যাচ খেলে ৭০২টি গোল করলেন।

অন্যদিকে ৭০১ গোল করতে রোনালদোকে খেলতে হয়েছে ৯৪৯ ম্যাচ, অর্থাৎ মেসির চেয়ে ১০৩ ম্যাচ বেশি খেলতে হয়েছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সিআর সেভেনকে।

এদিকে লিগ ওয়ানে টানা দুই ম্যাচ হারের পর এই জয়ে লিগ শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে থাকল ক্রিস্তোফ গালতিয়েরের দল। ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেন্স।

Related Articles

Back to top button