Countrywideদৈনিক খবর

ওমরাহ হজ পালন করে আর দেশে ফেরা হলো না শালা-দুলাভাইয়ের

অনেক মানুষ ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে মক্কায় হিজরত করেন।  তেমনই শালা দুলাভাই একত্রে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যান। তবে কে জানতো আর কখনো তারা দেশে ফিরে আসতে পারবে না। সংবাদ সূত্র অনুযায়ী জানা যায়, মক্কায় ওমরাহ হজ পালনের সময় সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে প্রবাসী দুই বাংলাদেশি নি?হত হয়েছেন। তারা শালা দুলাভাই।

শনিবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার সাথে থাকা একজন আহত সফরসঙ্গী বাংলাদেশে নিহত সাগর জোমাদ্দারের পরিবারকে বিষয়টি জানালে তারা নিশ্চিত হন।

নিহতরা হলেন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোতাহার জোমাদ্দারের ছেলে সাগর জোমাদ্দার (২৩) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছাইলাবুনিয়া এলাকার মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসেন (৪৫)। তাদের পাসপোর্ট নম্বর (সাগর জোমাদ্দার-ইই ০৮০৬০২১, মোজাম্মেল হোসেন-ইএইচ ০০৮৭১৭৩)। তারা দুজনেই সৌদি আরবে (প্রবাসে) থাকতেন।

নি/হত সাগর জোমাদ্দারের বড় ভাই উজ্জল জোমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা কিছুদিন সৌদি আরবে (প্রবাসে) বসবাস করছিলেন। সৌদি আরবের আলগাশিমের উনাইজা নামক স্থান থেকে ওমরাহ হজের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার তারা মক্কার উদ্দেশে রওনা হন। ওমরাহ পালন শেষে কাজে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই দুজন নি/হত হন।

অন্যদিকে পরিবারের দুই কর্মজীবীকে হারিয়ে পাগল হয়ে যাচ্ছেন চাচা, বাবা ও আত্মীয়স্বজনরা। তারা দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছেন।

সৌদি দূতাবাসের পক্ষ থেকে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে আনার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন।

তাদেরকে দেশে ফিরিয়া আনার কর্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে প্রয়াতদের স্বজনদের মধ্যে শোকের ছায়া, তাদের হারিয়ে অনেক স্বজনতো পাগল প্রায়। আল্লহর কাছে তাদের আত্মর মাগফিরত কামনা করা ছাড়া এখন যে তাদের আর কিছুই করার নেই।

Related Articles

Back to top button