দৈনিক খবর

প্রয়াত গীতিকার বিশুর দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস

অকাল প্রয়াত গীতিকার বিশু শিকদারের দু’কন্যা সন্তানের দায়িত্ব নিলেন নগর বাউল খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস।

সোমবার বিকেল ৩টার দিকে ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের লোহাগড়ার ধোপাদহ গ্রামে গীতিকার বিশু শিকদারের বাড়িতে আসেন জেমস। তিনি বিশু শিকদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ওই সময় জেমসের ম্যানেজার রবিন ঠাকুরসহ সহকর্মী শিল্পীরা উপস্থিত ছিলেন।

বিশু শিকদারের ছোট ভাই শাহ আলম শিকদার বলেন, ‘ব্যান্ড তারকা জেমস সদ্য প্রয়াত আমার বড় ভাই বিশু শিকদারের দুই কন্যাসন্তান সঙ্গীতা ও সুকন্যার সার্বিক দায়িত্ব নিয়েছেন।’

গত শনিবার বিকেলে গীতিকার বিশু শিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। গতকাল রোববার সকাল ১০টায় ধোপাদহ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নগর বাউলের জন্য প্রায় অর্ধশতাধিক গান লিখেছেন বিশু শিকদার। মূলত জেমসের জন্যই লিখতেন তিনি। তার উল্লেখযোগ্য গানগুলো হলো—‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমণি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’।

Related Articles

Back to top button