দৈনিক খবর

রোনালদোকে নিয়ে এবার সত্যিটা জানাল আল নাসের

২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। আর এর জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে শুভেচ্ছাদূত হিসেবে ব্যবহার করতে পারে সৌদি আরব। এমন খবরই প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে।

আর বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে রোনালদো অতিরিক্ত ২০ কোটি ডলার নেবেন আল নাসেরের কাছ থেকে। অর্থাৎ আল নাসেরের সঙ্গে তার চুক্তির যা আর্থিক অঙ্ক, তার থেকেও ২০ কোটি ডলার অতিরিক্ত অর্থ নেবেন পর্তুগিজ তারকা।

সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবরের ভিত্তি উড়িয়ে রোনালদোকে নিয়ে এবার সত্যিটা জানাল আল নাসের। টুইট করে সৌদির ক্লাব জানিয়ে দিয়েছে, রোনালদোর সঙ্গে তাদের চুক্তি। এই চুক্তির সঙ্গে বিশ্বকাপের শুভেচ্ছাদূত হওয়ার কোনও সম্পর্কই নেই। রোনালদোর লক্ষ্য একটাই আর তা হল আল নাসেরকে সাফল্য এনে দেওয়া।

এদিকে, আল নাসেরের কোচ রুডি গার্সিয়া জানিয়েছেন, আরবের মাটিতে প্রথম ম্যাচেই মেসির বিরুদ্ধে খেলবেন সি আর সেভেন। তবে নতুন ক্লাবের জার্সিতে নয়। সৌদি আরবের দুটি ক্লাবের মিলিত দলের বিরুদ্ধে খেলতে নামবেন মেসি-এমবাপেরা। আরবের দলেই রোনালদো খেলবেন।

২২ জানুয়ারি ইত্তিফাকের বিরুদ্ধে আল নাসেরের জার্সিতে অভিষেক হওয়ার কথা রোনালদোর। ততদিন পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না সিআর অনুরাগীদের। আগেই জানা গিয়েছিল, ১৯ জানুয়ারি রিয়াধে খেলতে আসছে প্যারিস সাঁ জাঁ। আল হিলাল এবং আল নাসেরের মিলিত দলের বিরুদ্ধে ম্যাচটি খেলবেন মেসি-এমবাপেরা।

Related Articles

Back to top button