দৈনিক খবর

সাইন্সল্যাবের রেশ কাটতে না কাটতে এবার গুলিস্তানে ভয়াবহ বিষ্ফোরন, বহু হতাহতের সম্ভবনা

সাম্প্রতিক সময়ে দেশের বেশ কয়েকটি স্থানে বি”/স্ফো”রণের ঘটনা ঘটেছে। গত পরশু সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরনের ঘটনায় ৩ জন নিহত হন। এই ঘটনার রেশ কাটতে কাটতে না কাটতে এবার রাজধানীর গুলিস্তানে একটি বহুতল ভবনে বি”/স্ফো”রণের ঘটনা ঘটলো। এই ঘটনায় অনেক হ”তাহতের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন এলাকাবাসী।

রাজধানীর গুলিস্তানে একটি বহুতল ভবনে ভ”/য়াবহ বি”/স্ফো”রণের ঘটনা ঘটেছে। নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুলের কাছে অবস্থিত একটি ভবনের দ্বিতীয় তলায় বি”স্ফো/রণটি ঘটে। আহত হন অনেকে। এলাকায় ধোঁয়ার সৃষ্টি হয়েছে। মানুষ বেপরোয়াভাবে এদিক সেদিক ছোটাছুটি করছে। এদিকে আহ”তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন এলাকাবাসী। তবে বি”স্ফোর/ণের কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে রয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। বনশাল থানা পুলিশও স্থানীয়রা ঘটনার বিষয়ে একই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, বিকট শব্দে বি”/স্ফো”রণে এলাকা ধোঁয়ায় ভরে যায়। বি”/স্ফো”রণে ইট-পাথর, কাঠের টুকরো অনেক দূরে উড়ে গিয়ে পড়ে। আহত হয়েছেন অনেকে। এছাড়াও গুরুতর আহ”/ত হয়েছেন।

বনশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন বলেন, “আমরা গুলিস্তানের একটি ভবনে বি”স্ফো’/রণের খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এসি থেকে বি’স্ফো”/রণ হতে পারে। আমাদের দল গেলে নিশ্চিত করে বলা যাবে। তবে হ’তাহ”/তের সংখ্যা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সম্পর্কে জানাতে গিয়ে বলেন, “আমরা দেরি না করে ঘটনা স্থলে পাঁচটি টিম নিয়ে ছুটে এসেছি। আমরা এখনও হ”তাহ/তের সংখ্যা ও বি”স্ফো/’রণের পেছনে যে কারন সেটা এখনও বলতে পারছি না। তবে আমরা ক্ষয়ক্ষতির বিষয়টি পরে জানাতে পারবো।

Related Articles

Back to top button