দৈনিক খবর

অসুস্থ রাসেল মারা গেছে, বোন টুম্পা চিকিৎসাধীন

কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিল সিংহ রাসেল ও টুম্পা। পাঁচ সদস্যের চিকিৎসক টিম অসুস্থ ভাই-বোনের চিকিৎসা করছিলেন। তবুও বাঁচানো গেলোনা ১৬ বছর বয়সী ভাই রাসেলকে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাসেল মারা গেলে থানায় জিডি করার পর রাতে ময়নাতদন্ত করে পুঁতে ফেলা হয় পার্কে। ১৫ বছর বয়সী টুম্পা এখনো গুরুতর অসুস্থ। বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সাফারী পার্কের তত্বাবধায়ক মাজহারুল ইসলাম।

তিনি বলেন, গ্যাস্ট্রলোজিক্যাল সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় সিংহ দু’টি। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ ড. বিবেক চন্দ্র সূত্র ধরের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল দল তাদের নিয়মিত চিকিৎসা চালিয়ে আসছিল। তবুও রাসেলকে বাঁচানো যায়নি। টুম্পাও শঙ্কামুক্ত নয়।

সিংহ রাসেল ২০০৭ সালের ১৫ অক্টোবর এবং সিংহী টুম্পা ২০০৮ সালের ২০ নভেম্বর সাফারি পার্কে জন্মগ্রহণ করে। রাসেলের মৃত্যুর পর পার্কে বর্তমানে ১টি সিংহ ও ৩টি সিংহী রয়েছে।

Related Articles

Back to top button