দৈনিক খবর

জানা গেল নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার কারণ

এবার খারাপ আবহাওয়ার কারণে নয়, বরং যান্ত্রিক ত্রুটির কারণেই নেপালে ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত উড়োজাহাজে থাকা ৭২ আরোহীর মধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার হয়েছেন দুই জন। তবে তাদের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে নেপালের বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হয়েছিল খারাপ আবহাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। কিন্তু তদন্তে জানা গেছে, বিমানটি রানওয়েতে নামার আগের মুহূর্তেই ভেঙে পড়ে। মন্ত্রণালয়ের বরাতে ভারতের ডিএনএ নিউজ জানিয়েছে, রোববার পোখরা উপত্যকায় আকাশ পরিষ্কার ছিল। যাত্রিবাহী উড়োজাহাজটি বিমানবন্দরে নামার ১০ সেকেন্ড আগেই ভেঙে পড়ে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে উড়োজাহাজটি আকাশে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এদিকে নেপালের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) বলছে, পোখরা বিমানবন্দরের রানওয়ে পূর্ব-পশ্চিম দিক বরাবর। প্রাথমিকভাবে পাইলটকে পূর্ব দিকে নামার অনুমতি দেওয়া হয়েছিল। পরে পাইলট পশ্চিম দিকে নামার জন্য এটিসির কাছে অনুমতি চান। তাকে নামার জন্য অনুমতিও দেওয়া হয়। কিন্তু রানওয়ে ছোঁয়ার আগেই সেটি ভেঙে পড়ে।

তবে উড়োজাহাজের ব্ল্যাকবক্সের তথ্য থেকে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে রোববার সকালে ইয়েতি এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান এটিআর-৭২ নেপালের সেতি গন্ডকি নদীর কাছে জঙ্গলে ভেঙে পড়ে। বিমানে ক্রুসহ মোট ৭২ জন আরোহী ছিলেন। বিমানটি কাঠমান্ডু থেকে পোখরা আসছিল। কিন্তু টেক অফের ২০ মিনিটের মধ্যেই সেটি ভেঙে পড়ে।

Related Articles

Back to top button