দৈনিক খবর

তুরস্কে সহায়তা দিলো ‘টিম খোরশেদ’

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত দেশটি নাগরিকদের জন্য জরুরি সহায়তা চেয়েছে তুরস্ক। ইতোমধ্যে বাংলাদেশসহ অনেক দেশ দুর্গত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন ফাউন্ডেশন, ব্যক্তি উদ্যোগেও করা হচ্ছে সহযোগিতা। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা সহযোগিতা করছেন তারা পৌঁছে দিচ্ছেন দেশটির ঢাকাস্থ দূতাবাসে। এদিকে নারায়ণগঞ্জ থেকে তুরস্কের ভূমিকম্পে দুর্গতদের সহায়তায় জেনারেটর, কম্বল, স্যানেটারি ন্যাপকিন, ডায়াপার ও বিস্কুট দিয়েছে ‘টিম খোরশেদ’। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশে অবস্থিত তুরস্কের দূতাবাসে এসব সামগ্রী হস্তান্তর করে মানবিক সংগঠনটি।

এর আগে নারায়ণগঞ্জে বিভিন্ন স্থান থেকে বিত্তবানদের থেকে আর্থিক সহায়তা যোগাড় করেন টিম খোরশেদের টিম লিডার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। পরে টিম খোরশেদের অন্যান্য সদস্যরা এসব সামগ্রী সংগ্রহ করে প্যাকেট করে দূতাবাসের উদ্দেশ্যে রওনা দেন।

টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ গণমাধ্যমকে জানান, যখনই এই ভূমিকম্পের খবর পাই, তখনই গণমাধ্যমে চোখ রাখি, ধীরে ধীরে মানবিক এই সংকট আমাদের চোখের কোণে অশ্রু এনে দেয়। পৃথিবীর এক প্রান্তে থেকে সামান্য এই সহযোগিতা যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমাদের ভালো লাগবে। এই ভেবে আমি কয়েকজন সামর্থ্যবানের সহায়তায় চেষ্টা করেছি তাদের পাশে থাকতে।

তিনি আরও বলেন, তুরস্কের পাশাপাশি সিরিয়ায় সংকট প্রকট, সেখানে যেন ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায় সেজন্য আমি সংশ্লিষ্টদের নিকট আবেদন জানাই। সেই মতে আজকে তুরস্কের দূতাবাসে প্রায় ১২ হাজার বিস্কুট, আড়াই শতাধিক কম্বল, পাঁচ হাজার স্যানিটারি ন্যাপকিন ও শিশুদের জন্য ডায়াপার পাঠানো হয়েছে। আমি সমাজের বিত্তবানদের প্রতি এই দুর্যোগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

Related Articles

Back to top button