দৈনিক খবর

নিজের নামে ফাউন্ডেশন খুলবো: হিরো আলম

‘জনগণ বলছে, আমি তাদের লোক। তাই তাদের পাশে থাকতে চাই। এ কারণে মানবতার সেবায় এবার নিজের নামে ফাউন্ডেশন খুলবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি একা তো সবকিছু করতে পারবো না। তাই সবার সাহায্য সহযোগিতা নিয়ে এই ফাউন্ডেশন পরিচালনা করবো।’ আজ বুধবার ৮ ফেব্রুয়ারি সকালে গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন হিরো আলম।

তিনি আরও বলেন, হবিগঞ্জের একজন শিক্ষকের কাছ থেকে উপহার পাওয়া মাইক্রোবাসটিকে অ্যাম্বুলেন্স বানিয়ে গরিব মানুষের সেবা দেওয়ার মধ্য দিয়ে এ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, অনেক আগে থেকে মানবতার সেবায় বিভিন্ন জেলায় নানা কার্যক্রম চালিয়ে আসছি। সিলেটে বন্যার সময় সামর্থ অনুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করেছি। বগুড়ায় ত্রাণ কার্যক্রম ছাড়াও ঈদে গরিব মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছি।

তিনি আরও বলেন, এখন ‘হিরো আলম ফাউন্ডেশন’–এর মাধ্যমে বড় পরিসরে মানবতার সেবায় কার্যক্রম পরিচালনা করতে চাই। বিশেষ করে কাহালু-নন্দীগ্রাম এবং বগুড়া সদরের সর্বস্তরের মানুষ যেভাবে ভোট দিয়ে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। তাদের কাছে আমি ঋণী। এই এলাকার মানুষের জন্য কিছু করতে চাই।’

এদিকে ফাউন্ডেশন চালানোর মতো সামর্থ ও অর্থ হয়তো আমার কাছে নেই উল্লেখ করে হিরো আলম বলেন, আমার কাজের কারণে দেশ–বিদেশে অনেক ভক্ত, শুভাকাঙ্ক্ষী হয়েছে। তারা সব সময় আমার পাশে ছিলেন। আশা করছি এই মানবিক উদ্যোগে আমার পাশে সবাই থাকবে।’

Related Articles

Back to top button