দৈনিক খবরধর্ম

কাবা প্রাঙ্গণে রহমতের বৃষ্টি, ভিজেই মুসল্লিদের তাওয়াফ

পবিত্র কাবা ঘরের তাওয়াফ করছেন মুসল্লিরা। এমন সময় শুরু হয় মুষলধারে বৃষ্টি বর্ষণ। বৃষ্টির পানিতে সিক্ত হয়ে পড়ে কাবা চত্বর। রহমতের সেই পানি ভিজেই কাবা ঘর প্রদক্ষিণ করতে থাকেন সবাই। আজ মঙ্গলবার ১০ এপ্রিল ফজর নামাজের আগ মুহূর্তে পবিত্র মসজিদুল হারামে এমন দৃশ্যই দেখা যায়।

সুন্দর সেই দৃশ্যের ভিডিও ধারণ করে মক্কা অঞ্চলের অফিসিয়াল টুইটারে প্রকাশ করা হয়। দেখা যায়, পবিত্র কাবা ঘরের আঙিনায় মুসল্লি ও ওমরাহপালনকারীরা তাওয়াফ করছিলেন। এমন সময়ে বৃষ্টির পানিতে ভিজে যায় তাদের পুরো শরীর।

তখন অনেককে সিজদা করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখা যায়। অনেকে দুই হাত তুলে দোয়া ও প্রার্থনা শুরু করেন। এদিকে পরিকল্পনা অনুসারে পবিত্র মসজিদুল হারামের পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার অভিযান শুরু করে। সূত্র: আল-অ্যারাবিয়া

Related Articles

Back to top button