দৈনিক খবর

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে যা বললেন মেহজাবীন

গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় দেশের বিনোদন জগতের অন্যতম এ পুরস্কার প্রদান আয়োজন। জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল কালচারাল জানালিস্ট ফোরাম অব বাংলাদেশ(সিজেএফবি) আয়োজিত ‘২১তম পারফরমেন্স অ্যাওয়ার্ড ’। এ আসরে ‘চিরকাল আজ’ নাটকের জন্য জনপ্রিয় বিভাগে সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন মেহজাবীন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত, টেলিভিশন, ওটিটি প্লাটফর্ম ও চলচ্চিত্রের নানা ক্যাটগরিতে ‘অ্যাওয়ার্ড’ প্রাপ্তদের হাতে পুরস্কারের স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘একটি পুরস্কার একজন শিল্পীর জীবন বদলে দিতে পারে। শিল্প-সংস্কৃতির লালন-পালন ও পৃষ্ঠপোষকতায় পুরস্কার একটি বড় ভূমিকা রাখে, উৎসাহ যোগায়। সংস্কৃতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি দুই দশক ধরে এ বিষয়ে ভূমিকা রাখছে এ জন্য তাদেরকে এবং তাদের পৃষ্ঠপোষকদেরও ধন্যবাদ জানাই।”

পুরস্কার প্রাপ্তি নিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘‘চিরকাল আজ’ নাটকটি এখন পর্যন্ত অনেক কিছু দিয়েছে। আবারও নতুন একটা সম্মাননা। এতে আমি অনেক বেশি আনন্দিত। আমার যারা ভক্ত অনুরাগী আছেন তাদের প্রতি কৃতজ্ঞ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। পরিচালক এবং আমার পুরো টিমকে অনেক ধন্যবাদ। সেইসাথে সিজেএফবিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্তের জন্য এবং সবসময় পাশে থাকার জন্য।’

২০২১ সালে প্রচারিত হওয়া ‘চিরকাল আজ’ নাটকটি নির্মাণ করেছিলেন ভিকি জাহেদ। এতে মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

Related Articles

Back to top button