দৈনিক খবর

আমি খেলছি ইতিহাস গড়ার জন্য: এমবাপ্পে

এবার লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে গতকাল শনিবার দিবাগত রাতে ৪-২ গোলে জিতেছে পিএসজি। নঁতের বিপক্ষে শুরুতেই দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এরপর পিছিয়ে পড়লে, সেখান থেকে দলকে টেনে তোলেন কিলিয়ান এমবাপ্পে। সেই গোলের মাধ্যমে তিনি পিএসজির হয়ে করা কাভানির গোলের রেকর্ড ভেঙেছেন। ক্লাবটির জার্সিতে এমবাপ্পের গোলসংখ্যা ২০১টি। এই মাইলফলক ছুঁতে তিনি খেলেছেন ২৪৭ ম্যাচ।

এদিকে গোলের অনন্য রেকর্ড গড়ার পর এমবাপ্পে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কথা বলেছেন সংবাদমাধ্যম ক্যানাল প্লাসের সঙ্গে, ‘আমি খেলছি ইতিহাস গড়ার জন্য। এটি আমি সব সময়ই বলেছি যে আমি ফ্রান্সে ইতিহাস গড়তে চেয়েছি, রাজধানী-দেশ এবং আমার শহরের হয়ে।’

তিনি আরও বলেন, ‘আমি যা করেছি তা সুন্দর। কিন্তু এখনও আমার অনেক দূর যাওয়া বাকি। এটি আমার ব্যক্তিগত অর্জন। কিন্তু আমি দলের জন্যও কিছু করতে এসেছি।’

একইসঙ্গে লিগ ওয়ানে কাভানির চেয়ে মাত্র ১ গোল পিছিয়ে আছেন এমবাপ্পে। লিগটিতে কাভানি সর্বোচ্চ গোল ১৩৮টি। চলতি মৌসুমেও লিগে গোলদাতাদের মধ্যে সবার ওপরে এমবাপ্পে। পিএসজির হয়ে তিনি ২২ ম্যাচে ১৮ গোল করেছেন। যার ফলে তিনি লিগ ওয়ানে দলকে শীর্ষে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছেন।

Related Articles

Back to top button