দৈনিক খবর

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের চিলগাছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশার চালক কাজিপুর উপজেলা ক্ষুদবান্ধি গ্রামের আনোয়ার হোসেন (৪২) ও সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের লালচানের ছেলে মোটরসাইকেলের আরোহী ফজলুল হক (৩০)।

আহতরা হলেন- শহরের সয়াধানগড়া মহল্লার আব্দুস সোবাহানের ছেলে সীমান্ত বাজার ডিগ্রি কলেজের প্রভাষক মনজুর কবির (৫৫), ধানবান্ধি মহল্লার বাবলু শেখের ছেলে ঈদিল শেখ ও সয়াধানড়া মহল্লার মৃত বশির উদ্দিনের ছেলে রাসেল।

সদর থানার উপপরিদর্শক মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ভেওয়ামারা বাজার এলাকায় একটি দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে চিলগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও পেছনে অপর একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, এ সময় ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাচালক আনোয়ার হোসেন। আহত হন মোটরসাইকেল আরোহীসহ সিএনজির তিন যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে মোটরসাইকেল আরোহী ফজলুল হকের মৃত্যু হয়।

Related Articles

Back to top button