দৈনিক খবর

বলিউডের আশা-ভরসার নাম শাহরুখ

সমালোচনাকে পিষে দিয়ে ভোর থেকেই হলের সামনে জড়ো হতে শুরু করে চার বছর পর স্ক্রিনে ফেরা শাহরুখকে দেখতে। এর মধ্যে প্রথম দিনেই ৫৫ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। মুক্তি পেয়েছে বলিউডের আলোচিত মুভি পাঠান। মুক্তির দিনে ভারতজুড়ে শাহরুখ ভক্তরা আনন্দে মেতে উঠেছিল।

নির্মিত ‘পাঠান’ ২০২৩ সালকে জানিয়ে দিতে চেয়েছে বলিউড হারিয়ে যাইনি। যেখানে দীর্ঘদিন ধরে তামিল, তেলেগু মালায়ালাম সিনেমাগুলো ওপরে উঠে গেছে, বক্স অফিস দখল করে বসে আছে, সেখানে তো বলিউডের রাজার বসে থাকলে চলবে না। কারণ, তার রাজ্য না থাকলে তিনিও প্রজা হয়ে যাবেন। এজন্য হয়তো কোলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে কিং খান বলেছিলেন ‘আপনার কুরছিকা পেটি বান্ধলো’ মৌসুম বিগাড়নে ওয়ালা হে’।

গতকাল বুধবার (২৫ জানুয়ারি) পাঠান মুক্তি পাওয়ার পর দর্শকরা যে উচ্ছ্বাস দেখিয়েছেন, তাতে বোঝা যায় আসলেই মৌসুম বিগড়ে গেছে। বলিরাজা ঠিকই ফিরেছেন সঙ্গে বন্ধু টাইগারকে নিয়ে। বলছি সালমান খানের কথা। পাঠান মুভিতে তাকে বেশ কিছু সময় স্ক্রিন দেখে গেছে। তিনিও শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলিউডকে বাঁচাতে সঠিক সময়ে হাজির হয়েছেন। এ যেন ‘কারান অর্জুন’।

এদিকে ‘পাঠান’ সিনেমা মুক্তির পর থেকে সিনেমাটির কিছু দৃশ্য এখন সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। দর্শকরা অনেকে মারভেলের মুভিগুলোর সঙ্গে তুলনা করেছেন। তারা বলছেন পাঠানের দৃশ্যগুলো যেভাবে করা হয়েছে, সেটা মারভেলের মতো না হলেও কোনো অংশে কম যায় না।

দর্শকরা এ-ও বলেছেন, পাঠান দেখতে বসে আপনি চোখের পলক ফেলতে পারবেন না। সবাই ভালো অভিনয় করেছেন। শাহরুখ যেভাবে অভিনয় করেছেন, তাকে আপনি মনে মনে ১০ বার কিং বলতে বাধ্য হবেন। বলতে বাধ্য হবেন, বাদশা ফিরেছেন।

Related Articles

Back to top button