দৈনিক খবর

ভোর রাতে ট্রাকের নিচে অ্যাম্বুলেন্স, ঝরল ৬ প্রাণ

আজ ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শরীয়তপুরের জাজিরায় ট্রাকের পেছনে ধাক্কা দেওয়া একটি অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ১৭ জানুয়ারি ভোরে ৪টার দিকে উপজেলার নাওডোবা গোল চত্বরে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়ি চালক জিলানি (২৮), গাড়ির হেলপার রবিউল ইসলাম (২৬) ও সাংবাদিক মাসুদ রানা (৩০)। এর মধ্যে রবিউল ইসলামের বাড়ি ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায়। এ ছাড়া মাসুদ রানা এক দৈনিক পত্রিকার বরিশাল ব্যুরো চিফ।

এ বিষয়ে জাজিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার উজ্জ্বল কুমার বলেন, ভোর ৪টার দিকে আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এখন পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে শিবচর হাইওয়ে পুলিশের এসআই আব্দুল্লাহেল বাকী জানান, ভোরে নাওডোবা এলাকায় ঢাকাগামী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা ছয় জন নিহত হন।

Related Articles

Back to top button