Countrywideদৈনিক খবর

কনোভাবে নিয়ন্ত্রনে আসে না উত্তরা বিজিবি মার্কেটের আগুন, বাড়ানো হলো প্রতিরক্ষা ইউনিট

একেরপর এক রাজধানীর ঘটে যাচ্ছে ভয়াবহ সব অগ্নি কান্ড। এতে বিপদে পড়ছে ব্যবসায়ীরা। এবার ফের রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অনেক ব্যবসায়ী একদম পথে বসে গিয়েছে। এই অগ্নি কান্ডের  খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উত্তরার ৭ নম্বর সেক্টরের বাংলাদেশ বিজিবি মার্কেটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খাতুন আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ড এটা কোন  নাশকতা কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শেখ হাসিনা। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন তিনি। অন্যদিকে উত্তরা বিজিবি মার্কেটের ব্যাসায়ীদের ক্ষতির পরিমানের বিষয়ে কোন তথ্য এখনো পাওয়া যায়নি।

Related Articles

Back to top button