দৈনিক খবর

গুলশানে স্পা সেন্টারে অভিযান, বহুতল ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু

ঢাকার গুলশানে বহুতল ভবন থেকে নিচে পড়ে ফারজানা (১৯) নামে এক তরুণী নিহত এবং আরেক নারীসহ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটা দিকে গুলশান ২ এর ৪৭ নম্বর সড়কের ওই বাসায় অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি। যেখানে একটি স্পা সেন্টার ছিল বলে পুলিশ কর্মকর্তারা জানান। নিহতের তার গ্রামের বাড়ি খুলনায়। তিনি স্বামীসহ ঢাকার খিলক্ষেত বটতলা এলাকার ভাড়া বাসায় থাকতেন।

নিহত ফারজানার স্বামী জাহিদ হাসান বলেন, আমাদের বাসা খিলক্ষেত এলাকায়। গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করার জন্য যায় আমার স্ত্রী। পরে খবর পেলাম মোবাইল কোর্টের অভিযান চলছে। পরে তারা দুইজন ছাদ থেকে লাফিয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, আমরা যতটুকু জানি স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অভিযান চলছিল। পরে আমরা খবর পেয়ে আহত দুই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত আরো একজনের চিকিৎসা চলছে। তার অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন চিকিৎসক।

Related Articles

Back to top button