খেলাধুলাদৈনিক খবর

কলকাতার ২৬ জনের তালিকায় নেই সাকিব-লিটনের নাম!

ইতিমধ্যে আইপিএলের ডামাডোল বেজে গেছে। গতকাল শুক্রবার ৩১ মার্চ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। আজ মাঠে গড়াবে আরও ২টি ম্যাচ। বিকাল ৪টায় মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। নিজেদের প্রথম ম্যাচের আগে ফেসবুকে ২৬ জন খেলোয়াড়ের একটি তালিকা প্রকাশ করেছে কলকাতা।

এদিকে গত ২০২২ সালের খেলোয়াড়দের তালিকা হওয়ায় সেখানে নেই সাকিব আল হাসান ও লিটন দাসের নাম। দুজনই এবার কলকাতার হয়ে খেলার জন্য চুক্তি করেছেন। যদিও বিসিবির ছাড়পত্র ইস্যুতে এখনও ভারতে যেতে পারেননি তারা।

ফেসবুক পেজে প্রকাশিত ওই ছবিতে কলকাতা ক্যাপশন দিয়েছে, ‘এগিয়ে চল। আমরা অপেক্ষা করছি।’ সেই ছবির ক্যাপশনে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের জন্য একাদশও বাছাই করার কথা বলা হয়। বিদেশি ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ নবী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স, লকি ফার্গুসনদের মতো তারকাদের নাম ছিল।

এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথামতো, সাকিব-লিটনরা আইপিএলে খেলতে গেলে তা হবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষে। তারা (সাকিব-লিটন) সাদা পোশাকের সিরিজে থাকবেন জানিয়ে পাপন বলেন, ‘না খেলার কোনো কারণ দেখি না। ওরা তো ইনজুরিতে নেই।’

এদিকে গত বছরের ২২ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত নিলামে সাকিবকে দেড় কোটি ও লিটনকে ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা। সাকিব ২০১১ সাল থেকে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলে আসলেও এবারই প্রথম সুযোগ পেলেন লিটন। টাইগারদের আরেক তারকা মুস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

Related Articles

Back to top button