দৈনিক খবর

মাহমুদউল্লাহকে নিয়ে প্রশ্ন করতেই রেগে গেলেন তামিম!

বাংলাদেশের পঞ্চপাণ্ডবের অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ ক্যারিয়ারের শেষ প্রান্তে অবস্থান করছেন। ব্যাটিংটা ভালো যাচ্ছে না, সেইসঙ্গে ফিল্ডিংটাও। সবকিছুতেই যেন বয়সের ছাপ পড়ে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রথম ইনিংসে করেছিলেন ৪৮ বলে ৩১ রান। আজ দ্বিতীয় ওয়ানডতে রান তাড়ায় নেমে তিনি ৩২ রান করেন ৪৯ বল খেলে! দুই ম্যাচেই তার ফিল্ডিং ছিল বাজে। এই মাহমুদউল্লাহ মাঠে যেভাবে সংগ্রাম করছেন, সেটা দলের ফলাফলে প্রভাব ফেলছে নিশ্চিতভাবেই।

তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবল এককভাবে কারও ওপর দোষ চাপাতে রাজি নন। ১৩২ রানে ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহর বিষয়ে প্রশ্ন শুনে ক্ষেপে যান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। গত ডিসেম্বরে এই মিরপুরেই ভারতের বিপক্ষে ম্যাচ জয়ে অবদান রাখা ৭৭ রানের ইনিংসের কথা স্মরণ করান তিনি।

তামিম বলেন, ‘দেখেন, আমি বারবার একই জিনিস বলতে পছন্দ করি না। এক সিরিজ আগেই কিন্তু একটা ম্যাচ উইনিং ইনিংস খেলছেন উনি (মাহমুদউল্লাহ)। একটা সিরিজে দুই-তিন-চারটা ম্যাচের মধ্যে যদি আপনারা একই প্রশ্ন বারবার করতে থাকেন, উনাকে (মাহমুদউল্লাহ) এভাবে চাপ দিতে থাকেন, সেটা কোনো দলের জন্যই স্বাস্থ্যকর নয়।’

তামিম ইকবাল স্পষ্ট করে বলে দেন, অধিনায়ক হিসেবে তার কাজ হলো দলের সবাইকে সমালোচনা থেকে আগলে রাখা। বাংলাদেশ অধিনায়কের ভাষায়, ‘উনি আপনার দেশেরই খেলোয়াড় কিন্তু.. । তবে আমি বলব শুধু উনার না, আমাদেরও এমন অনেক জায়গা আছে যেখানে অবদান রাখতে পারি। ফিল্ডিং হোক, ব্যাটিং হোক, কথার ইনপুট হোক অনেকভাবেই সবাই আমরা করতে পারি। আমি এই দলের অধিনায়ক। আমি কোনদিনও একজন ব্যক্তিকে এককভাবে চিহ্নিত করাটা পছন্দ করি না। দোষ হোক বা না হোক। আমি এখানে অবশ্যই তাকে সমালোচনা থেকে আগলে রাখব।’

Related Articles

Back to top button