opinionদৈনিক খবর

আমি কালু মিয়ার চেয়েও বড় এক ভিক্ষুক গোষ্ঠীকে দেখেছি ওই ভিডিওর শুরুতে: আনিস আলমগীর

সম্প্রতি কালু মিয়া নামের এক বৃদ্ধ অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আগত একজন ইউটিউবারকে নানাভাবে বিরক্ত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটা নিয়ে সমালোচনা শুরু হয়। ঘটনাটি ঘটার পর ঐ বৃদ্ধকে গ্রেফতারও করে পুলিশ। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন লেখক ও কলামিস্ট আনিস আলমগীর। তার লেখাটি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-

কাওরান বাজারে এক অস্ট্রেলিয়ান ইউটিউবারকে কালু মিয়া নামের এক ভিক্ষুক টাকার জন্য বিরক্ত করার ভিডিওটি আমি দেখলাম। বিরক্তিটা একটু অতিমাত্রায় ছিল, পুলিশ ধরে নিয়ে তাকে সতর্ক করলে ঠিক আছে। এখন ছাড়া পেয়েছে কিনা আমি জানিনা।

আমি কালু মিয়ার চেয়েও বড় এক ভিক্ষুক গোষ্ঠীকে দেখেছি ওই ভিডিওর শুরুতে। খুকুমণি ফাউন্ডেশন নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের একজন কর্মী ওই ইউটিউবার থেকে ২০০ টাকা চাঁদা নিয়েছে।
ইউটিউবার নিজেও বলছে এই ধরনের কর্মকাণ্ড প্রতারণাও হতে পারে।

এই ভুয়া কিংবা চাঁদাবাজির প্রতিষ্ঠান ‘খুকুমণি ফাউন্ডেশন’ সম্পর্কে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া রোগের সময় আমি ফেইসবুকে লিখেছিলাম। এরা প্রতি সপ্তাহে সাত আট জন এসে আমাদের গলিতে উচ্চস্বরে হ্যান্ড মাইকে রেকর্ড করা অডিও ছেড়ে দিয়ে বির’ক্ত করতো। বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তুলত। বাহানা ছিল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া রোগের মধ্যে কর্মহীন লোকদের জন্য খাদ্যের ব্যবস্থা করছে তারা।

সেই চাঁদাবাজির ধারাটা তারা দেখলাম এখনো অব্যাহত রেখেছে সারা শহরে। একটি ফাউন্ডেশন এর কাজ কি ঢাকা শহরের গলিতে গলিতে শত শত তরুণকে নামিয়ে চাঁদাবাজি করা? নিবন্ধন নেওয়ার ক্ষেত্রে কি লেখা আছে, ঘরে ঘরে চাঁদাবাজি করে ফাউন্ডেশন চালাবে?

পুলিশ কালু মিয়াদের ধরার আগে এইসব সংঘবদ্ধ চাঁদাবাজির গডফাদারদের ধরা উচিত ছিল। তাদের জানা উচিত যে, শি”শুদের ধরে পঙ্গু করে সঙ্গবদ্ধ চক্রের ভিক্ষা আদায়ের দিন শেষ। যারা আগে এসব করতো তারা এখন ‘খুকুমণি, জাদুমণি ফাউন্ডেশন’ খুলে শত শত তরুণকে রাস্তায় চাঁদার রশিদ বই দিয়ে আধুনিক পদ্ধতিতে ভিক্ষা করছে। ভিক্ষাবৃত্তি এবং চাঁদাবাজি কোনো ফাউন্ডেশন এর কাজ নয়।

উল্লেখ্য, এই ঘটনার পর ঐ বৃদ্ধ লোকটি সম্পর্কে একটি ভিন্ন তথ্য সামনে এলো আর সেটা হলো তিনি প্রায় ২৭টি ভাষার কিছু কিছু আয়ত্ব করেছেন। এদিকে তাকে ভিক্ষুক হিসেবে অনেকে বললেও তিনি আসলে ভিক্ষুক নয় বলে জানা গেছে। তবে তিনি একজন বয়স্ক মানুষ হয়ে যে ব্যবহার করেছেন সেটা কাম্য নয় বলে অনেকে মন্তব্য করেছেন।

Related Articles

Back to top button