দৈনিক খবর

বিপিএল থেকে সবচেয়ে বেশি টাকা নিয়েছেন শান্ত

বিপিএলের এবার আসরকে স্মরণীয় করে রেখেছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। নানা সমালোচনার মধ্যে দিয়ে যাওয়া জাতীয় দলের এই প্রতিভাবান ক্রিকেটার অবশেষে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন। বিগত কয়েক বছর ধরেই ব্যাপক সমালোচনা এবং ট্রল-এর শিকার হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

জাতীয় দলে নিজেকে সেভাবে মিলে ধরতে না পারায় সমালোচনা আর ট্রল তার নিত্যসঙ্গী। তবে অবশেষে নিজের ফর্ম ফিরে পেয়েছেন শান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের পর এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।

শুধু তাই নয় বিপিএলের ইতিহাসে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ৫১৬ রান করার রেকর্ড করেছেন শান্ত। জিতেছেন ম্যান অফ দা টুর্নামেন্ট পুরস্কার। ফলে শান্তর হাতে গেছে দুটি পুরস্কার। সেইসঙ্গে খেলোয়াড় হিসেবে এবারের আসরে সবচেয়ে বেশি টাকাও পকেটে পুরেছেন এই টপঅর্ডার ব্যাটার।

এদিকে টুর্নামেন্ট সেরা পুরস্কার হিসেবে দশ লাখ টাকা পেয়েছেন তিনি। এছাড়াও সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে জিতেছেন আরো পাঁচ লক্ষ টাকা। ফাইনালের পরই ১৫ লাখ টাকা নিজের করে নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি ব্যাটার।

Related Articles

Back to top button