দৈনিক খবর

আজ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, আলোচনায় ৫ নাম

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ। আলোচনায় রয়েছে মসিউর রহমান এবং শিরীন শারমিন চৌধুরীসহ পাঁচ নাম। রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে স্পিকারের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই তথ্য জানিয়েছেন। শূন্য থাকা ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচন হওয়া বা না হওয়া নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

এদিকে দেশের ২১তম রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে ভোটার তালিকা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে।

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আইন অনুযায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাথে মঙ্গলবার বৈঠক করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। বৈঠক শেষে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি জানান, বুধবার কমিশনের ১৩তম সভা শেষে ঘোষণা হবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল।

এদিকে সিইসি বলেন, জাতীয় সংসদের শূন্য থাকা ছয়টি আসনের উপনির্বাচন হওয়া বা না হওয়া রাষ্ট্রপতি নির্বাচনে প্রভাব ফেলবে না। সবশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি। শুধু একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় দ্বিতীয় দফায় ওই বছরের ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. আবদুল হামিদ।

Related Articles

Back to top button