দৈনিক খবর

নেইমারকে নিয়ে দুঃসংবাদ দিলো পিএসজি

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ক্লাব ফুটবলে পিএসজির হয়ে মাঠে আলো ছড়াচ্ছে। তবে তার ক্যারিয়ারের সব থেকে বড় বাধা ইনজুরি সমস্যা। দুদিন আগে স্ট্রেচারে শুয়ে মাঠ ছেড়েছিলেন পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার। পায়ে তীব্র চোট পান।

চোখের জলে মাঠ ছাড়ার সময়ই বোঝা গিয়েছিল আঘাতটা তীব্র। ঘটনা হলোও তাই। তাকে নিয়ে দুঃসংবাদ দিয়েছে পিএসজি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) চোটগ্রস্ত পায়ের গোঁড়ালির ‘লিগামেন্ট ক্ষতিগ্রস্ত’ হয়েছে নেইমারের। তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) একথা জানিয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) ফ্রান্সের লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। ৪-৩ গোলে জয় পাওয়া ম্যাচটিতে চোট এতটাই গুরুতর অনুভুত হয়েছে যে, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্যারিসের ক্লাবটি জানায়,‘ আজ নতুন পরীক্ষায় নেইমারের লিগামেন্টের ক্ষতিসহ পায়ের গোঁড়ালিতে মচকে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’ নেইমারের এই ইনজুরি বায়ার্নের বিপক্ষে ৮ মার্চ ফিরতি লেগে ব্রাজিলীয় তারকার খেলতে না পারার আশংকা তৈরী হয়েছে। ইতোমধ্যে প্রথম লেগে ০-১ গোলে পিছিয়ে পড়েছে ফরাসি জায়ান্টরা।

এদিকে উরুর ইনজুরি থেকে ফিরে প্রথম লেগের ওই ম্যাচের পুরোটা সময় খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। এবার পিএসজি প্রাণপণ চেষ্টা হচ্ছে শেষ ষোল থেকে যেন ছিটকে না পড়া। যদি ছিটকে যায়, তাহলে সেটি হবে সাত মৌসুমে পঞ্চমবারের মতো বিদায়।

Related Articles

Back to top button