দৈনিক খবর

নারী ফুটবলারদের বেতন বাড়ানোর দাবিতে ইতিবাচক সালাউদ্দিন

বর্তমান সময়ে বাংলাদেশের পুরুষ ফুটবল দলের তুলনায় নারী দল সাফল্যমণ্ডিত সময় কাটাচ্ছে। অথচ তাদের উপার্জন তুলনামূলকভাবে কম। গত বছর সেপ্টেম্বরে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করে বেতন-ভাতা বাড়ানোর আবেদন করেছিলেন সাবিনা-সানজিদারা।

তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন দেশের ফুটবলের সর্বোচ্চ দায়িত্বে থাকা সালাউদ্দিন। সাবিনারা বাফুফে সভাপতির সঙ্গে দেখা করে মাসে ৫০ হাজার টাকা বেতনের দাবি তুলেছেন। এছাড়া ম্যাচ ফিও ১০০ ডলার করার আবেদন জানান তারা। মানসম্মত খেলার বুট ও উন্নতমানের খাবারও চেয়েছেন।

গতকাল রবিবার এই তথ্য সংবাদ মাধ্যমকে জানান সালাউদ্দিন, ‘মেয়েরা দুই দিন আগে এসে দাবি দাওয়া জানিয়েছে। বেতন ও অন্য সুযোগ সুবিধা বাড়াতে বলেছে। তাদের দাবিগুলো যৌক্তিক।’ মেয়েদের ৫০ হাজার টাকা বেতন দেওয়া না গেলেও ৩৫-৪০ হাজার করার আভাস দিলেন বাফুফে প্রধান।

তাদের দাবিগুলো নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠিও দিয়েছে বাফুফে, ‘৫০ হাজার টাকা বেতন চেয়েছে মেয়েরা। আমি মনে করি ৩৫-৪০ হাজার দেওয়া উচিত। পুরো প্রক্রিয়ার জন্য অনেক টাকা প্রয়োজন। আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছি। এখন দেখা যাক কী হয়।’ বর্তমানে নারী ফুটবলাররা ১০ থেকে ১৫ হাজার টাকা বেতন পান। খাবারের পেছনে মাথাপিছু খরচ ৭০০ টাকা, সেটা বাড়িয়ে ১২০০ টাকা চেয়েছেন সাবিনা-কৃষ্ণারা।

Related Articles

Back to top button