দৈনিক খবর

শত কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশের রাইফুল

মোহাম্মদ রাইফুল নামের এক ৩৯ বছর বয়সী যুবক নিজের ও পরিবারের ভাগ্য বদলের জন্য ১২ বছর আগে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। সেখানে তিনি আল আইন শহরে দীর্ঘ দিন ধরে শহরটিতে বসবাস করছেন। সেখানে রাইফুল পিকআপ চালানোর পাশাপাশি ছোটখাটো কাজ করে থাকেন।ভাগ্য বদলের জন্য সেখানে যাওয়ার পর এবার লটারীতে ভাগ্য বদল ঘটলো তার।

গত নয় বছর ধরে তিনি সেখানে ‘দ্য বিগ টিকেট আবু ধাবি র‌্যাফেল ড্র’-এর টিকিট কিনে চলেছেন। এবার কপাল খুলেছে বাংলাদেশি এই যুবকের। নতুন বছরের শুরুতে অনুষ্ঠিত র‌্যাফেল ড্রতে জিতেছেন প্রায় শত কোটি টাকা। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসের এবারের বিজয়ী হয়েছেন রাইফুল।

জানা গেছে, রায়ফুল ১০ ডিসেম্বর টিকিট কিনেছিলেন। তার টিকিটের নম্বর ০৪৩৬৭৮। এ বছরের লটারিতে এই ২৪৭ সিরিজের টিকিট জিতেছে ৩৫ মিলিয়ন দিরহামের সবচেয়ে বড় পুরস্কার। যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৯ কোটি টাকা।

লটারি জেতার পরপরই অনুষ্ঠানের আয়োজকরা মোহাম্মদ রাইফুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তারা ব্যর্থ হয়। কারণ ওই সময় গাড়ি চালাচ্ছিলেন রাইফুল। পরে অবশ্য তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।

তবে এই পুরস্কারের টাকা একা পাচ্ছেন না বাংলাদেশি তরুণ রাইফুল। কারণ, এই টিকিটটি ২০ জন বন্ধু মিলে অনলাইনে কিনেছিলেন। এখন সেই টাকা ২০ জনের মধ্যে ভাগ করা হবে।

রাইফুল গণমাধ্যমকে বলেন, “আমি গত ১২2 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি (লটারি) জিতেছি। আমি খুব আমি খুব উত্তেজিত এবং উদ্বেলিত।”

এ টাকা দিয়ে কী করবেন জানতে চাইলে রায়ফুল চুপ থাকেন। কারণ তিনি এখনো এ বিষয়ে কোনো পরিকল্পনা করেননি।

“আমি আশাই করিনি যে, আজ রাতে বিজয়ী কলটি আমিই পাচ্ছি!” তিনি এমনটাই বলেন।

উল্লেখ্য, ‘বিগ টিকেট আবুধাবি র‌্যাফেল ড্র’ নামের এই লটারিটি প্রায় তিন দশক আগে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য ১৯৯২ সালে চালু হয়েছিল। প্রতি মাসে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়।

প্রথম স্থানের জন্য পুরস্কারের মূল্য প্রতিমাসে পরিবর্তন হয়। এ বছরের প্রথম পুরস্কার ছিল ৩৫ মিলিয়ন দিরহাম। ভারতীয় নাগরিক উমশাদ উলি ভেটিল জানুয়ারি মাসের দ্বিতীয় পুরস্কার লাভ করেন। তিনি ১০ লাখ দিরহাম পেয়েছিলেন। আরও তিন ভারতীয় নিরশাদ নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান পুথিয়াভেটিল প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন। সূত্র: খালিজ টাইমস

তবে তিনি টাকা ভাগের পর খুব বেশি টাকা পাচ্চেন না যেটা প্রথমদিকে শোনা গিয়েছিল। কারণ এই যুবকের অন্য বন্ধুরাও এই মোট টাকার ওপর অংশীদার। তিনি বলেন সবাই আমরা আনন্দিত এই সংবাদে। আমি একা পাইনি তাতে কী, সবাই মিলে তো পেয়েছি।

Related Articles

Back to top button