Countrywideদৈনিক খবর

দয়া করে এমন কাজ করবেন না, আমার ১৭ বছরের একটি মেয়ে আছে : শ্রীলেখা

সোশ্যাল মিডিয়ার সমালোচিত একজন ব্যক্তি অভিনেত্রী শ্রীলেখা।  প্রায় সময়ে শ্রীলেখার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনরা কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকেন। এবার এ সকল বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি শ্রীলেখা মিত্র  কলকাতার জনপ্রিয় পরিচালনা ও প্রযোজনার সঙ্গে যুক্ত। বাংলাদেশে চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক নির্বাচনে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং চাদ’ স্থান পেয়েছে।

সোমবার বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে চলচ্চিত্র প্রদর্শনী ছিল। এদেশের দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে ১৪ জানুয়ারি ঢাকায় আসেন শ্রীলেখা। সিনেমা প্রদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রীলেখা বাংলাদেশি সাংবাদিকদের চটকদার শিরোনাম দিয়ে সংবাদ না করার জন্য অনুরোধ করেন।

শ্রীলেখা বলেন, “এ দেশের বেশ কিছু ভুয়া সংবাদপত্রে আমার সম্পর্কে বিভিন্ন চটকদার শিরোনাম রয়েছে। অনুগ্রহ করে এমন খবর করবেন না। আমার একটি ১৭ বছরের মেয়ে আছে।

আমি আশা করি আপনি আমার সম্পর্কে আপত্তিকর শিরোনাম দিয়ে খবর করবেন না। বাংলাদেশ আমার পিতার দেশ এবং আমি চাই না কেউ এই দেশ আমাকে নিয়ে খারাপ কথা বলুক। শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষেরা বাস করতেন মাদারীপুরের ঘটমাঝি গ্রামে।

দেশভাগের সময় তারা ভারতে চলে আসেন। শ্রীলেখার জন্ম ভারতে হলেও, তিনি তার বাবার কাছ থেকে ঘটমাঝি গ্রামের গল্প শুনে বড় হয়েছেন। তুমি কি সেখানে যেতে চাও? শ্রীলেখা বলল,

আপাতত সেখানে যাচ্ছেন না তিনি। শ্রীলেখা জানান, ২০১৭ সালের আগে পৈতৃক বাড়ির সন্ধানে বাবা সন্তোষ মিত্রের সঙ্গে বাংলাদেশে আসেন শ্রীলেখা। কয়েক বছর পর তার বাবা মারা যান।

অভিনয় এবং  সিনেমা প্রযোজক ও পরিচালনার পাশাপাশি তিনার আরও একটি শখ রয়েছে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার আলোচিত বিষয়বস্তুর উপর নিজের প্রতিক্রিয়া প্রকাশ করা।  সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং খবর গুলোতে নিজের মত প্রকাশ করার কারণেই বেশিরভাগ সময় তিনি ট্রলের স্বীকার হন। তবে বর্তমানে তিনি এসব থেকে সরে আসার চেষ্টা করছেন। 

Related Articles

Back to top button