দৈনিক খবর

আমির-ইমাদকে উড়িয়ে আনছে সিলেট

চলতি বিপিএলে নবম আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে সিলেট। ফ্রাঞ্চাইজিটি চলতি আসরে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ইতোমধ্যে। দলের পাকিস্তানে ক্রিকেটাররা চলে গেলেও নতুন করে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে কাজ করছে সিলেট। এমনটাই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন সিলেটের পরিচালক সরওয়ার চৌধুরী।

সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কোচ তুষার ইমরান গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানালেন, শীর্ষে থাকার রেসে এক ম্যাচের জন্য হলেও মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে দেখা যেতে পারে স্ট্রাইকার্স শিবিরে।

তিনি বলেন, ‘একটা সারপ্রাইজ আছে, বলেই দিলাম। আমির, ইমাদ ব্যাক করতে পারে একটা ম্যাচের জন্য। আশা করি তারা এসে একটা ম্যাচ খেলবে। পরের ম্যাচটা যেহেতু ভাইটাল, জিততে পারলেই আমরা টপে থেকে শেষ করবো। টিম ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছে ইমাদ, আমিরকে এক ম্যাচের জন্য ফিরিয়ে আনা যায় কি না।’

ইতোমধ্যে সিলেট দলে ভিড়িয়েছে আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান ও আফগান অলরাউন্ডারর গুলবাদিন নাইবকে। সিলেটের চোখ রেখেছে আরো বিদেশি তারকা বোলারদের দিকে।

এমনটা জানিয়ে তুষার ইমরান আরও বলেন, ‘জর্জ লিন্ডে আসতেছে (প্লে-অফের জন্য)। আর কোনো বিদেশি…অনেকে আছে আমাদের সাথে। গুলবাদিন আছে, ইরফানকে নিয়ে আসছি। ডিফেন্ড করে আসলে, থিসারা পেরেরা আছে৷ টি-টোয়েন্টি আসলে এমন ফরম্যাট যেখানে ১৭০ করেও কঠিন হয়ে যায় যদি বোলিং আক্রমণ দূর্বল হয়। আর তাই আমরা বোলারদের দিকে নজর দিচ্ছি। বিশ্বমানের কোনো বোলার থাকলে আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি।’

চলতি টুর্নামেন্টে সিলেটে ধারাবাহিক পারফর্ম্যান্সের পেছনে দলের হয়ে বড় অবদান রেখেছিলে আমির ও ইমাদ। চলতি আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আমির দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে বল হাতে কম যাননি স্পিনার ইমাদ ওয়াসিমও। ১০ উইকেট শিকারের পাশাপাশি বল হাতে রানের লাগাম টেনে ধরেছেন তিনি।

Related Articles

Back to top button