দৈনিক খবর

সৌদি আরবকে ‘সাউথ আফ্রিকা’ বললেন রোনালদো!

সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লেখানোর পর মঙ্গলবারই প্রথম ক্লাবটির আনুষ্ঠানিক পরিচয় পর্বে বসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে মারাত্মক এক ভুল করে বসেছেন পর্তুগিজ মহাতারকা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বলে বসেছেন, ‘সাউথ আফ্রিকায় এসে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি।’

‘অনেকেই অনেক কথা বলছে, তারা ফুটবল নিয়ে কিছুই জানে না। গত ১০-১৫ বছরে ফুটবল পাল্টে গেছে। এখন সব দলই প্রস্তুত থাকে। বিশ্বকাপের কথাই ধরুন, যে দলটি চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু সৌদি আরবের কাছে হেরেছে। উদাহরণ হিসেবে সাউথ কোরিয়া, আফ্রিকার দলগুলো, কোস্টারিকার কথাও বলা যায়। এখন ম্যাচ জেতা সহজ না। কারণ সব দলই প্রস্তুতি নিয়ে আসে। এখন ফুটবল পাল্টে গেছে। আমি মনে করি, সাউথ আফ্রিকায় এসে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। সত্যি বলতে, লোকে কী বলল তা নিয়ে আমি মোটেও ভাবি না।’

সৌদি আরব পশ্চিম এশিয়ার দেশ। সেখানে বসে দেশটিকে সাউথ আফ্রিকা বলা অবশ্য রোনালদোর অনিচ্ছাকৃত ভুল। সংবাদ সম্মেলনের সেই মুহূর্তের ভিডিও দেখলেও বিষয়টা বোঝা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ সেই বক্তব্যের অংশটি পোস্ট করে লিখেছে- ‘ভুল মহাদেশ, ক্রিস্টিয়ানো!’ পরে যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রসিকতার পাশাপাশি সমালোচনারও হচ্ছে বিষয়টি নিয়ে।

Related Articles

Back to top button