দৈনিক খবর

স্বামীর নেই, কখনো সন্তান হবে না, তাই এই পথ বেছে নিয়েছি: আলোচনায় আসা সেই নারী

সম্প্রতি আলোচিত এই ঘটনাটি ঘটে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট গ্রামে। খোঁজ নিয়ে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরেই দেশের বাইরে স্বামী। এর এরই সুবাদে পরকীয়ায় জড়িয়ে স্বামীকে ভুয়া তালাকের নোটিশ পাঠায় স্ত্রী। বিষয়টি প্রকাশ্যে আসতেই গোটা এলাকাজুড়ে শুরু হয় ব্যাপক শোরগোল।

এ ঘটনায় দুলারহাট থানায় অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর বাবা।

উপজেলার দুলারহাট থানার চর নুরুল আমিন গ্রামের এক তরুণীর সঙ্গে ১১ বছর আগে চরজমুনা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের এক যুবকের বিয়ে হয়। আর্থিক মুক্তির আশায় বিয়ের পর ওমানে চলে যান ওই যুবক। তার পাঠানো টাকা দিয়ে স্ত্রী নিজের নামে জমি কিনে বাড়ি তৈরি করেন। যুবকের স্ত্রী তার শ্বশুর ও শাশুড়ি থেকে আলাদা হয়ে নিজের বাড়িতে থাকেন। এতে ওই যুবক ওমান থেকে তিনবার আসা-যাওয়া করে।

গত বছরের ১৫ অক্টোবর প্রবাসী যুবককে ভুয়া তালাকের নোটিশ পাঠান ওই তরুণী। নোটিশ পাওয়ার পর সে বিষয়টি তার অভিভাবককে জানায়। স্বামীর কাছ থেকে ডিভোর্সের এমন নোটিশ পেয়ে হতবাক যুবকের পরিবার। বিষয়টি স্থানীয় কাজী হাফেজ মো. ইলিয়াস জানতে চাইলে কাজী বিষয়টি অস্বীকার করেন এবং তালাকের নোটিশে কাজীর স্বাক্ষর নেই।

যুবকের বাবা জানান, তার ছেলে বিয়ে করে ওমানে গেছে। পুত্রবধূর কাছে ছেলে নিয়মিত টাকা পাঠায় এবং অনেক স্বর্ণালঙ্কার দেয়। হঠাৎ বিবাহ বিচ্ছেদের খবর শুনে হতবাক তারা।

তিনি আরও বলেন, পুত্রবধূকে সবকিছু দেওয়ার পর তার ছেলে এখন নিঃস্ব। তাদের একটি সন্তান জন্মের পর মারা যায়। ওই যুবকের স্ত্রী জানান, মিজান নামে স্থানীয় এক যুবকের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। মিজান তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্বামীকে তালাক দিতে বলে। এমন আশ্বাসে গত বছরের ১৫ অক্টোবর প্রবাসী স্বামীকে তালাক দেন তিনি।

তিনি আরও বলেন, তার স্বামীর শুক্রাণু নেই। তাদের কখনো সন্তান হবে না। তাই তিনি এই পথ বেছে নিয়েছেন। এদিকে শুক্রাণু না থাকার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে প্রবাসী যুবক মোবাইল ফোনে বলেন, তার যদি শুক্রাণু না থাকে তাহলে তার স্ত্রী কীভাবে আগে সন্তান ধারণ করেন এবং সেই সন্তান জন্মের সময় মারা যায়।

তিনি আরও বলেন, তার স্ত্রী বিবাহ বহির্ভূত প্রেমে আসক্ত। সংসারে ঝামেলা হবে বলে কাউকে কিছু না বলে স্ত্রীর জন্য নিয়মিত টাকা পাঠায় সে। গত বছরের ১৫ অক্টোবর ডিভোর্সের নোটিশ পাঠালে দিশেহারা হয়ে পড়েন তিনি। স্ত্রীকে সবকিছু দিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন বলেও দাবি করেন।

এদিকে এ বিষয়ে দুলারহাট থানার ওসি আনোয়ারুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, এ ঘটনায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ পেয়েছি। সেই আলোকে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থায় নেয়া হবে।

Related Articles

Back to top button