opinionদৈনিক খবর

‘দুইটা ব্যাংক বন্ধ হলো সুইসের খবর ভালো না,আর আমাদের ব্যস্ততা সাকিবের সোনা আর সুমনের ভীমরতি’

সারা বিশ্বের অর্থনৈক অবস্থা এখন বেশ সংকটপন্ন। বিশেষ করে আমেরিকার মত একটি দেশে ইতিমধ্যে দুটি ব্যাংক হয়ে গেছে দেউলিয়া। আর এ নিয়ে যেন শেষ নেই আলোচনার। কিন্তু বাংলাদেশে যেন এত কিছু রেখে আলোচনা হয়ে থাকে অন্নান্য সব বিষয় নিয়ে। আর এ নিয়ে একটি লেখনী প্রকাশ হয়েছে ফেইসবুক এর একটি পেজে। পাঠকদের উদ্দেশ্যে সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

আমেরিকায় দুইটা ব্যাংক বন্ধ হলো, ইউরোপের ক্রেডিট সুইসের খবর ভালো না, কে জানে এরপর কোনটি আসতে যাচ্ছে- অথচ আমরা নাকি সেই বাঙ্গালী, যে বাংলা আজ যা চিন্তা করে- সারা ভারতবর্ষ পরদিন ভাবে।

আমাদের বিশ্ব অর্থনীতি নিয়ে তেমন চিন্তা নাই, সেটার ইম্প্যাক্ট কি হতে পারে জানি না। আমাদের চিন্তার টপিক আরাভ খানের সোনার দোকান, কারা অতিথি, আসল টাকা কার হতে পারে। কেউ কেউ অন্য চিন্তায় আছেন, কবীর সুমন এই ৭৪ বছর বয়সেও বিছানার খেলাধূলায় বেশ পরিপক্ক, অন্য কেউ সাড়া না দিলেও কথিত পঙ্গু বিছানায় শোয়া তসলিমা সাড়া দিলেন। একটু চিন্তায় ছিলাম, উনি কার সাথে শোন তাদের রেটিংও দেন। বোঝা গেলো সুমন তাকে বিছানায় নেবার যোগ্য মনে করেনি, সেই ক্ষেদ এখনো তসলিমার মনে আছে।

অন্য নিউজও আছে, শাকিব খান অস্ট্রেলিয়ায় সিনেমার সহ প্রযোজক তাঁকেও ছাড়েননি, সেই ধর্ষনের মামলা হবে কিনা বোঝা যাচ্ছে না। একদিকে শাকিব খানের সোনা যেমন লাগামহীন, অন্যদিকের সাকিব আল হাসানের সোনার ব্যবসাও লাগামহীন।

বাঙ্গালীর গোল্ডফিশ মেমোরী জুড়ে আছে যৌনতা। কারন আছে, বাঙ্গালী বড় যৌন অবদমিত জাত। কিছু সুড়সুড়ি দরকার। সিনেমার নিউজ খারাপ না, কোথায় নায়িকা পপি বিবাহছাড়া মাতৃত্ব অর্জন করলো, জায়েদ খানে ক্লিভেজকে কি নামে ডাকা যায়, প্রভা কোন সিনেমায় পতিতা চরিত্রে অভিনয় করে, আরাভ খানের সাথে কথা বলার সময় মিস্টি জান্নাত কোন মেসেজ পাঠালো, সুমনের বুড়ো বয়সের ভীমরতি, এইসব নিয়ে ব্যস্ততা।

অতএব, আপাতত বাঙ্গালীকে ব্যস্ত থাকতে দেন এই সুড়সুড়ি দিয়ে, এখন আদানির ২৫ বছরের বিদ্যুৎ চুক্তি আমাদের সিলেবাস থেকে হারিয়ে গেছে।

প্রসঙ্গত, এ দিকে বাংলাদেশের মাথার উপর এখন আরো একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতের আদানির সাথে বিদ্যুৎ চুক্তি নিয়ে। আর সেই বিষয় নিয়েও চলছে নানা ধরণের আলোচনা।সকলেই বলছে এই চুক্তির ভবিষ্যত অন্ধকার। যার ফল ভুগতে হবে বাংলাদেশকে।

Related Articles

Back to top button