দৈনিক খবর

তামিমের ব্যাটে রান, আসরের প্রথম জয় পেল খুলনা

এবার টানা তিন ম্যাচ হেরে অবশেষে আসরে প্রথম জয়ের দেখা পেলো খুলনা টাইগার্স। ৯ উইকেটের বিশাল ব্যবধানে রংপুর রাইডার্সকে হারালো তামিম ইকবালরা। এই জয়ে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ফিরলো খুলনা। সাগরিকায় দিনের প্রথম ম্যাচে মাঠে নামে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহানের সাইড স্ট্রেইনের ইনজুরিতে রংপুরের হয়ে টস করতে নামে শোয়াইব মালিক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুর রাইডার্সের। ইনিংসের দ্বিতীয় বলে নাহিদুলের বলে সাজঘরে ফিরেন রনি তালুকদার (২ বলে ০)। দলীয় ২২ রানে তিন নম্বরে নামা নাইম শেখও (৯ বলে ১৩) আউট হন অল্প সময়ে। এরপর ওপেনিংয়ে নামা পারভেজ হোসাইন জুটি গড়ে তুলেন পরবর্তী ব্যাটার মাহেদি হাসানের সাথে।

কিন্তু এই জুটির অবসান ঘটে ২৯ রান যোগ করে । দলীয় ৫১ রানে ওয়াহাব রিয়াজের বলে আমাদ বাটের কাছে ক্যাচ দিয়ে ফিরেন ইমন (২৪ বলে ২৫) । শোয়াইব মালিক এসে ধীরগতিতে রান করেন ১৪ বলে ৯ রান। শামিম হোসাইন, মোহাম্মদ নাওয়াজ, আজমতউল্লাহ ওমরজাই সুবিধা করতে পারেননি এরা কেউই। যথাক্রমে ৪, ৫, ৯ রান করেন এই তিন ব্যাটার।

রংপুরের হয়ে সর্বোচ্চ রান করেন মাহেদী হাসান (৩৪ বলে ৩৮)। ৭ বলে ১২ রান করেন রাকিবুল হাসান। ০ রানে রান আউটে পড়েন হারিস রাউফ। ২ বলে ১ রান করে অপরাজিত থাকেন হাসান মাহমুদ। ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান তুলে রংপুর রাইডার্স। খুলনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ওয়াহাব রিয়াজ, ৩ উইকেট নেন পাকিস্তানি অপর বোলার আমাদ বাট। নাহিদুল ইসলাম শিকার ২ উইকেট।

১৩০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু করে খুলনা টাইগার্স। দলীয় ৪১ রানে মুনিম শাহরিয়ারের প্রথম উইকেট হারায় খুলনা। এরপর আর কোনো বিপদ আসতে দেননি তামিম ইকবাল। ওয়ানডাউনে নামা মাহমুদুল হাসান জয়কে নিয়ে বিপিএলের ২৪তম ফিফটি তুলে নেন তামিম।

৪ চারে ও ২ ছক্কায় ৪৭ বলে ৬০ রানে অপরাজিত থাকেন তামিম। শেষ পর্যন্ত তামিমের সঙ্গী হিসেবে অপরাজিত থাকেন জয়ও। তার ব্যাট থেকে আসে ৩৮ রান । তাতে ৯ উইকেটের বড় ব্যবধানে বিশাল জয় পায় খুলনা টাইগার্স। রংপুরের হয়ে একমাত্র উইকেটিই নেন আজমতউল্লাহ ওমরজাই।

Related Articles

Back to top button