দৈনিক খবর

মেট্রোরেল নির্মাণে করা বাধা দিয়েছিলো এবার জানালেন প্রধানমন্ত্রী নিজেই

সম্প্রতি আবারো নতুন এক ইতিহাসে নাম লিখিয়েছে বাংলাদেশ। আর এই ইতিহাস হলো মেট্রোরেলের ইতিহাস। বাংলাদেশ প্রবেশ করেছে মেট্রোরেল যুগে। এ দিকে এবার এই মেট্রোরেল নির্মাণ নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর গণপরিবহনে নতুন স্তরের মেট্রোরেল নির্মাণে প্রতিবন্ধকতা ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেট্রোরেলকে সতর্কতার সঙ্গে ব্যবহারের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু পদ্মা সেতু নয়, মেট্রোরেল নির্মাণও বাধাগ্রস্ত হয়েছে। প্রতিটি কাজে বাধা দেওয়া দেশের কিছু মানুষের চরিত্র বলে মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, মেট্রোরেল ব্যবহারকারীদের সাবধানে চলাফেরা করা উচিত। রাষ্ট্রের এই সম্পদের গুরুত্ব বোঝা উচিত।

তিনি বলেন, বিমানবন্দর এলাকায় যানজট নিরসনে বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করা হবে।

প্রসঙ্গত, এ দিকে মেট্রোরেল উদ্বোধন হলেও এখনো পরিপূর্ণ রূপে চালু হয়নি। জানা গেছে খুব শীঘ্রই বাকি কাজ সম্পন্ন করে ছেড়ে দেয়া হবে ঢাকাবাসীর জন্য।

Related Articles

Back to top button